For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পড়ুয়াদের ওপর চালানো প্রত্যেক লোহার রডের জবাব দেওয়া হবে তবে..', ঐশী ব্যাখ্যা করলেন 'পন্থা'

'পড়ুয়াদের ওপর চালানো প্রত্যেক লোহার রডের জবাব দেওয়া হবে তবে..', ঐশী ব্যাখ্যা করলেন 'পন্থা'

  • |
Google Oneindia Bengali News

সন্ধ্যা ৭ টা নাগাত ক্যাম্পাসে রবিবার আচমকাই আঘাত হানে মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী। জে এনিউ চত্বরে তখন মুহূর্তে আর্তনাদ শোনা যায়। জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের মাথায় তখন প্রবল জোরে লোহার রডের আঘাত। রক্তাক্ত ঐশীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে. আর আজ মাথায় ব্যান্ডেজ নিয়ে এই বামনেত্রী দিল্লির বুক থেকে জানিয়ে দিলেন রবিবারের ঘটনার 'হিসাব' কিভাবে নিতে হবে!

বিধ্বংসী মেজাজে বঙ্গতনয়া ঐশী

গায়ে চাদর। মাথায় ব্যান্ডেজের পুরু আস্তরণ। তবু গলায় দৃপ্ত কণ্ঠস্বর। এভাবেই রবিবারের হিংসার ঘটনার পর জেএনইউয়ের বাম নেত্রী বলেন, ' পড়ুদের বিরুদ্ধে ব্যবহার হওয়া প্রতিটি লোহার রড ফিরিয়ে দেওয়া হবে। বিতর্ক আর আলোচনার মাধ্যমে। জেএনইউএর সংস্কৃতি কোনওভাবেই আহত করা হবে না। জেএনইউ নিজের গণতান্ত্রিক সংস্কৃতি চালিয়ে যাবে।'

উপাচার্যের অপসারণ দাবি

গোটা ঘটনার প্রেক্ষিতে, জেএনইউয়ের বাম ছাত্রদের ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষ দাবি করেছেন উপাচার্যের বহিষ্কার। যেকোনও মূল্যে জেএনইউয়ের উপাচার্যকে যেন সরানো হয় , তার দাবি করেন ঐশী।

জেএনইউয়ের বাইরে ৭০০ পুলিশকর্মী

জেএনইউয়ের বাইরে ৭০০ পুলিশকর্মী

জেএনইউ -য়ের গতকালের ঘটনার পর এদিন ক্যাম্পাসের বাইরে ৭০০ পুলিশ কর্মী নিয়োগ করা হয়। যদিও ক্যাম্পাসের ভিতর থেকে তখন চরম স্লোগানে পড়ুয়াদের একাংশ জানিয়ে দেয় ক্যাম্পাসের বাইরে পুলিশি প্রহরা তাঁরা পছন্দ করছেন না।

সিএএ সম্পর্কে জানতে মিসড কল দিন বিজেপির নম্বরে, ঘোষণা করলেন অমিত শাহসিএএ সম্পর্কে জানতে মিসড কল দিন বিজেপির নম্বরে, ঘোষণা করলেন অমিত শাহ

English summary
JNU violence, Every iron rod used will be given back by debate says Aishe Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X