For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু’‌বছরের জন্য বন্ধ করে দেওয়া হোক জেএনইউ, পরামর্শ দিলেন সুব্রহ্মণ্যম স্বামী

দু’‌বছরের জন্য বন্ধ করে দেওয়া হোক জেএনইউ, পরামর্শ দিলেন সুব্রহ্মণ্যম স্বামী

Google Oneindia Bengali News

হস্টেলে ফি বৃদ্ধি সহ অন্যান্য ইস্যু নিয়ে উত্তাল হয়ে উঠেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এরকম পরিস্থিতিতে শীর্ষ বিজেপি নেতা তথা রাজ্য সভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সোমবার এক '‌ব্লুপ্রিন্ট’‌–এর পরামর্শ দিয়েছেন। যাতে কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখা যায়। তিনি জেএনইউকে পরামর্শ দিয়েছেন যে দু’‌বছরের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এবং সরকারের উচিত বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আধা সেনা মোতায়েন করা।

দু’‌বছরের জন্য বন্ধ করে দেওয়া হোক জেএনইউ, পরামর্শ দিলেন সুব্রহ্মণ্যম স্বামী


বিজেপি নেতা আরও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে পাঠরত মেধাবী পড়ুয়াদের দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। তাহলে তাঁরা তাঁদের অসম্পূর্ণ পড়াশোনা শেষ করতে পারবেন। তিনি এও জানান যে সরকার যদি শক্ত হাতে বিশ্ববিদ্যালয়ের হাল ধরে তবে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জেএনইউ–এর পরিকাঠামো আরও উন্নত হবে। সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ থানাও হওয়া জরুরি। যে সময় জেএনইউ–এর পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক সেই সময়ই বিজেপি নেতা এ ধরনের মন্তব্য করছেন। জেএনইউ–এর পাশাপাশি তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে এনডিএ–এর শরিক শিবসেনা নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, এই সংগঠনটি আইএসআইএস–এর মতো চরমপন্থী সংগঠনে পরিণত হয়েছে। আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে তিনি জানিয়েছেন যে যেখানে ৯৯ শতাংশ মুসলিম রাম মন্দির হওয়ার পক্ষে, সেখানে অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান সাংঘাতিক খেলা খেলছেন এবং দেশের আবহাওয়াকে নষ্ট করছেন।

ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুর করা হল পূর্ব বর্ধমানে ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুর করা হল পূর্ব বর্ধমানে

মহারাষ্ট্রে বিকল্প সরকার গঠন কোন পথে? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিতে আজ সনিয়া-শরদের বৈঠক মহারাষ্ট্রে বিকল্প সরকার গঠন কোন পথে? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিতে আজ সনিয়া-শরদের বৈঠক

English summary
jnu close for 2 years claim subramanian swami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X