For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ইন্টারনেটে আপত্তিকর জিনিস দেখে, দাবি নীতি আয়োগ সদস্যের

জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ইন্টারনেটে আপত্তিকর জিনিস দেখে, দাবি নীতি আয়োগ সদস্যের

Google Oneindia Bengali News

জম্মু কাশ্মীরে প্রি পেইড এবং পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হলেও ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে নীতি আয়োগের সদস্য ভি কে সরস্বত দাবি করেছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ইন্টারনেটে নোংরা এবং আপত্তিকর জিনিস দেখেন। কাজেই সেখানে ইন্টারনেট চালু না করে ভালই করেছে মোদী সরকার। নীতি আয়োগ সদস্যের এই বক্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

মোবাইল পরিষেবা চালু

মোবাইল পরিষেবা চালু

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল সবরকম মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট পরিেষবা। দীর্ঘ ৬ মাস পর পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু হলেও চালু ছিল না প্রিপেইড মোবাইল পরিষেবা। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে। শনিবার কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে প্রিপেইড মোবাইল পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়। কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু হবে না বলে জানানো হয়েছে।

ইন্টারনেটে আপত্তি

ইন্টারনেটে আপত্তি

কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু না করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন নীতি আয়োগের সদস্য ভি কে সরস্বত। তিনি দাবি করেছেন কাশ্মীরের বাসিন্দাদার ইন্টারনেটে নোংরা এবং আপত্তিকর জিনিস দেখেন। কাজেই ইন্টারনেট চালু া করে ভালই করেছেন মোদী সরকার। ইন্টারনেট চালু না হলে সেখানকার ব্যবসায়িক কাজে তেমন প্রভাব পড়বে না বলে দাবি নীতি আয়োগ সদস্যের। সরস্বতের আরও দাবি জঙ্গিরা ইন্টারনেটের অপব্যবহার করে।

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

ইন্টারনেটকে ব্যবহার করছে বিরোধীরা। দিল্লির আন্দোলন কাশ্মীরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তারা সেকারণেই কাশ্মীরে ইন্টারনেট চালু করা নিয়ে সরব হয়েছে তারা এমনই অভিযোগ করেছে নীতি আয়োগের সদস্য।

সুলেমানিকে কিভাবে , কেন হত্যা করা হল! নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প সুলেমানিকে কিভাবে , কেন হত্যা করা হল! নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প

English summary
JK people used to watch dirty things in internet, says Niti Ayog menber
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X