For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুমারস্বামী হয়ে উঠবেন চৌতালা! হরিয়ানায় হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া নয়া বুথ ফেরত সমীক্ষায়

হরিয়ানায় ক্ষমতা হারাতে পারে বিজেপি। হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া লেগেছে বিধাসভা ভোটে। এমনই আভাস মিলেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সর্বশেষ বুথ ফেরত সমীক্ষায়।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানায় ক্ষমতা হারাতে পারে বিজেপি। হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া লেগেছে বিধানসভা ভোটে। এমনই আভাস মিলেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সর্বশেষ বুথ ফেরত সমীক্ষায়। এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা নাকি উজ্জ্বল। সেক্ষেত্রে কিং-মেকার হয়ে উঠতে পারেন জেজেপির দুষ্যন্ত চৌতালা।

কংগ্রেসের সঙ্গে টাফ ফাইট হবে বিজেপির

কংগ্রেসের সঙ্গে টাফ ফাইট হবে বিজেপির

একেবারে ভিন্ন চিত্র ফুটে উঠেছে এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে। এই রিপোর্টে বলা হয়েছে হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে টাফ ফাইট হবে বিজেপির। উভয়ের আসনসংখ্যা খুব কাছাকাছি থাকবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না বলেই আভাস।

কুমারস্বামী হয়ে উঠতে পারেন চৌতালা

কুমারস্বামী হয়ে উঠতে পারেন চৌতালা

এই অবস্থায় হরিয়ানায় কিংমেকার হয়ে উঠতে পারেন দুষ্যন্ত চৌতালা। তিনি প্রয়োজনে মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন। কর্ণাটকে কুমারস্বামীর মতো তাঁর ভাগ্য খুলে যেতে পারে। বিজেপিকে আটকাতে কংগ্রেসের সমর্থনে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন। মোট কথা, যতটা খারাপ মনে করা হচ্ছে, কংগ্রেসের হাল ততটা খারাপ হবে না এই সমীক্ষা অনুযায়ী।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের কঠিন লড়াই অপেক্ষা করছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি পেতে পারে ৩২-৪৪টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। সেখানে চৌতালার জেজেপি পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

ম্যাজিক ফিগার অধরা, চিন্তার কারণ

ম্যাজিক ফিগার অধরা, চিন্তার কারণ

এই অবস্থায় জেজেপি-র কিংমেকার হওযার সম্ভাবনা প্রবল। কারণ ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। সেই সংখ্যা কেউ ছুঁতে পারবে না বলে মনে করছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা। তখন দুষ্যন্ত চৌতালাই ছড়ি ঘোরাতে পারবেন। বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়াবেন তিনি।

ঘুরে গেল সমীক্ষা রিপোর্টের আভাস

ঘুরে গেল সমীক্ষা রিপোর্টের আভাস

মঙ্গলবার প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায় অন্য চিত্র দেখা দিয়েছে। ফলে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। সোমবার ভোটের পরই যে সমস্ত সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছিল, সেখানে বিজেপির ক্লিন সুইপের আভাস ছিল। বিজেপি প্রতিটি ক্ষেত্রেই দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে এমন সম্ভাবনা ব্যক্ত করেছিল বুথ ফেরত সমীক্ষাগুলি।

English summary
JJP’s Choutala can be kingmaker in Haryana Assembly Election 2019. BJP or Congress anyone will not get majority in Haryana according to India today-Axis My India exit poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X