For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রয়াত' আবদুল কালামের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন ঝাড়খণ্ডের মন্ত্রী!

Google Oneindia Bengali News

রাঁচি, ২৩ জুলাই : 'প্রয়াত' আবদুল কালামের ছবিতে মালা দিয়ে সোস্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়লেন ঝাড়খণ্ডের এক মন্ত্রী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে প্রয়াতজ্ঞানে তাঁর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ওই মন্ত্রী। আর সেই ছবি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই হাসির খোরাক হলেন মন্ত্রী, অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও পরলেন।

ঝাড়খণ্ডের একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নীরা যাদব। সেখানেই এই ছবিটি তোলা হয়।

'প্রয়াত' আবদুল কালামের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন ঝাড়খণ্ডের মন্ত্রী!

ডঃ আবদুল কালাম যিনি জীবিত রয়েছেন এবং সুস্থ শরীরে রয়েছেন তার ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করায় রীতিমতো ক্ষোভ দেখা গেল টুইটারে।

মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, বিজেপি বিধায়ক মনীষ জয়সওয়াল, স্কুল শিক্ষক উমেশ প্রসাদ ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে নীরা যাদবকে জিজ্ঞাসা করা হলে তিনি মৃত ভেবে শ্রদ্ধাজ্ঞাপনের অভিযোগ সম্পূর্ণ এড়িয়ে যান। তিনি বলেন,"স্কুলে একাধিক বিশিষ্ট মানুষের ছবি রাখা ছিল। কালাম সাহেবের ছবি তার মধ্যে অন্যতম। আমি শুধুমাত্র তিলক লাগাচ্ছিলাম। মালাটা পরানোই ছিল।"

মন্ত্রী আরও যোগ করেন, "ছবিতে আমি মালা দিচ্ছিলাম বলে যে অভিযোগ তোলা হয়েছে তা ভুল। কালাম সাহেব দেশের একজন অত্যন্ত গন্যমান্য ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, সেকথা আমরা সবাই জানি।"

কয়েকটি টুইটার প্রতিক্রিয়া

English summary
Jharkhand Minister 'Pays Respect' To Former President APJ Abdul Kalam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X