For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্যে শৌচকর্মের 'শাস্তি', রাঁচি পুরসভার অভিযান ঘিরে বিতর্ক

প্রকাশ্যে শৌচ করায় বাজেয়াপ্ত হল লুঙ্গি, রাঁচিতে স্বচ্ছ্ব ভারত অভিযান ঘিরে বিতর্ক।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীর স্বচ্ছ্ব ভারত অভিযানকে সফল করতে এবার এক নতুন পন্থা নেওয়া হল ঝাড়খণ্ডের রাঁচিতে। খোলা আকাশের নীচে শৌচকর্ম সারার মাসুল গুনতে হল অনেককেই। জরিমানা তো করা হয়েইছে, কিন্তু তার আগে যা করা হল তা রীতিমত লজ্জাজনক।

প্রকাশ্যে শৌচকর্মের 'শাস্তি', রাঁচি পুরসভার অভিযান ঘিরে বিতর্ক

গত রবিবারই রাঁচি পুরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয় খোলা আকাশের নিচে শৌচকর্ম সারার বিরুদ্ধে। অভিযানের স্লোগান ছিল, 'হাল্লা বোল, লুঙ্গি খোল'। যারা ধরা পড়লেন, প্রথমেই তাদের লুঙ্গি বাজেয়াপ্ত করা হল। মুচলেকা ও ১০০ টাকা জরিমানা দেওয়ার পরই লুঙ্গি ফেরত পেলেন তাঁরা। এই নিয়ে সাত সকালেই শহরজুড়ে হইহইকাণ্ড।

রবিবারের পর সোমবার ফের অভিযানে নামে রাঁচি পুরসভা। এদিন অবশ্য স্লোগান অন্যছিল। সোমবারের স্লোগান ছিল, 'হাল্লা বোল, খুলে মে শৌচ করনে ওয়ালো কো দুর লে যা কে ছোড়'। এদিনের অভিযানে যারা হাতে নাতে ধরা পড়ল, তাদের গাড়িতে তুলে বেশ কিছুটা দুরে নিয়ে ছেড়ে দিয়ে আসা হল, সঙ্গে শপথ পাঠ করানো হয় যে আর কোনওদিন খোলা জায়গায় শৌচ সারবে না তারা। সেখান থেকে হেঁটে বাড়ি ফিরতে হয় তাদের।

প্রকাশ্যে শৌচকর্মের 'শাস্তি', রাঁচি পুরসভার অভিযান ঘিরে বিতর্ক

এদিকে এই লুঙ্গি বাজেয়াপ্ত করা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে নানা স্তরে। রাঁচির মেয়র আশা লাকরা জানিয়েছেন, এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। এমনকী তিনি বিষয়টিকে সমর্থনও করেন না। এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের নগরোন্নয়নমন্ত্রী ও রাঁচির বিধায়ক সিপি সিং জানিয়েছেন, এই অভিযান গোটা প্রক্রিয়ার একটা অংশমাত্র। স্বচ্ছ্ব ঝাড়খণ্ড গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে শৌচাগার তৈরি করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে সচেতনতা অভিযানও চালানো হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য সাধারণ মানুষকে হেনস্থা করা নয়, বরং তারা যাতে খোলা জায়গায় শৌচকর্ম না করে তা বোঝানো।

রাঁচি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগেও হয়েছে। কিন্তু দোসরা অক্টোবর সময়সীমা ঘাড়ে এসে পড়ায় মোট ১৮টি টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে।

English summary
In a bizarre way, Ranchi Municipal Corporation seizes lungi of people who defecates in open, lungis were returned later after paying fine of Rs 100
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X