For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জোটসঙ্গীও কংগ্রেসের পাশে! মোদী সরকারের সমালোচনায় মহাজোট

জাতীয় মেডিকেল কমিশন বিল নিয়ে বিহারে ফের বিজেপি বিরোধী মহাজোট মাথাচাড়া দিয়ে উঠল। কেন্দ্রের এনডিএ তথা মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সুরে আন্দোলনে সামিল হল কংগ্রেস-আরজেডি ও বিজেপির জোটসঙ্গী

Google Oneindia Bengali News

জাতীয় মেডিকেল কমিশন বিল নিয়ে বিহারে ফের বিজেপি বিরোধী মহাজোট মাথাচাড়া দিয়ে উঠল। কেন্দ্রের এনডিএ তথা মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সুরে আন্দোলনে সামিল হল কংগ্রেস-আরজেডি ও বিজেপির জোটসঙ্গী জেডিইউ। চিকিৎসা পরিষেবা লাটে ওঠায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলতে দেখা গেল রাজ্যের শাসক-বিরোধী উভয়পক্ষকেই।

জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে সামিল

জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে সামিল

অভিযোগ, ন্যাশনাল মেডিকেল কমিশন বিল নিয়ে ডাক্তারদের ধর্মঘট স্বাস্থ্যসেবাকে পঙ্গু করে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ বড় সমস্যায় পড়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস), ইন্দিরা গান্ধী মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউট (আইজিআইএমএস) এবং পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (পিএমসিএইচ) জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে সামিল হয়েছেন। এর ফলেই লাটে উঠেছে স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা।

কংগ্রেসে ধর্মঘটীদের পাশে, বিজেপিকে নিশানা

কংগ্রেসে ধর্মঘটীদের পাশে, বিজেপিকে নিশানা

এরপরই কংগ্রেস আসরে নেমে ধর্মঘটকারী চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছে। বিহার কংগ্রেসের প্রধান মদন মোহন ঝা বলেন, সরকারের উদ্দেশ্য সঠিক নয়। সরকারের ভালো উদ্দেশ্য থাকলে পরিস্থিতি এতটা খারাপ হত না। এই বিল পাস করে বিপাকে ফেলত না স্বাস্থ্য পরিষেবাকে। কংগ্রেসের অভিযোগ, এই বিলটি পাস করে সরকার তার অযোগ্যতার পরিচয় দিয়েছে।

বিজেপির জোটসঙ্গীও মোদী সরকারের সমালোচনায়

বিজেপির জোটসঙ্গীও মোদী সরকারের সমালোচনায়

একা কংগ্রেস নয়, বিজেপির জোটসঙ্গী তথা বিহারের প্রধান শাসক দল জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ ধর্মঘটকারী চিকিৎসকদের নেওয়া অবস্থানকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। জেডিইউর মুখপাত্র ডঃ সুনীল বলেন, এনএমসি বিল যথাযথভাবে আনা দরকার। কারণ এটি ভারতীয় মেডিকেল কাউন্সিলের ক্রমবর্ধমান দুর্নীতি রোধ করতে পারে।

প্রধানমন্ত্রীকে কতিপয় পরামর্শ জেডিইউয়ের

প্রধানমন্ত্রীকে কতিপয় পরামর্শ জেডিইউয়ের

তাঁর সঙ্গে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকে বেশ কয়েকটি বিষয় নিয়ে স্পষ্ট করতে হবে। মেডিকেল শিক্ষার্থীদের আস্থা অর্জন করার জন্য যা করণীয় করতে হবে। বিলটিতে কিছু বিভ্রান্তি রয়েছে, তা অবিলম্বে দূর করা উচিত।

আরজেডিরও সমর্থন, ধর্মঘট প্রত্যাহারের আর্জি

আরজেডিরও সমর্থন, ধর্মঘট প্রত্যাহারের আর্জি

অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল তথা আরজেডি ধর্মঘটকারীদের পাশে দাঁড়িয়েছে। তাঁরা রোগীদের অবস্থার কথা মাথায় রেখে ডাক্তারদের ধর্মঘট শেষ করার অনুরোধ করেছেন। আরজেডি শিবানন্দ তিওয়ারি বলেন, বিলটি ইতিমধ্যে সংসদে পাস হয়েছে। তবে স্বাস্থ্যসেবাকে বিকল করে প্রতিবাদ করার কোনও মানে নেই। বিষয়গুলি অবশ্যই সঠিক প্ল্যাটফর্মে উত্থাপন করার পরামর্শ দেন তিনি।

English summary
JDU stands for Congress about controversy of BJP government’s bill. Congress, JDU and RJD protest in same tone and same voice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X