For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট সরকারের পতনের পর ভাঙছে জেডিএস, বিজেপিকে সমর্থনের ইচ্ছাপ্রকাশ বিধায়কদের

কুমারস্বামীর পতনের পর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে জেডিএস বিধায়করা। কেউ কুমারস্বামীর পাশে থাকতে চাইছেন।

Google Oneindia Bengali News

কুমারস্বামীর পতনের পর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে জেডিএস বিধায়করা। কেউ কুমারস্বামীর পাশে থাকতে চাইছেন। কেউ আবার বিজেপিকে সমর্থন করতে চাইছেন। এই নিয়ে নতুন করে চরম পরিস্থিতি তৈরি হয়েছে। একদল মনে করছেন তাঁরা কুমারস্বামীর পাশে থেকেই লড়াই চালিয়ে যাবেন। আবার একদল মনে করছেন তাঁরা বিজেপিকে সমর্থন করবেন।

জোট সরকারের পতনের পর ভাঙছে জেডিএস

শুক্রবার রাতে জেডিএসের দলীয় বৈঠক চলাকালীনই দ্বিধাবিভক্ত হয়ে পড়েন দলের বিধায়করা। বৈঠকের পর দেবেগৌড়া জানিয়েছেন, তিনি জানিয়েছেন আলাপ আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত ঠিক করবেন তাঁরা। একদল জানিয়েছেন তাঁরা বিরোধীদের আসনে থাকবেন। আর একদল জানিয়েছেন তাঁরা বিজেপিকে সমর্থন জানাবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কুমারস্বামীই নেবেন বলে জানিয়েছেন দেবগৌড়া।

ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর আসবে বসবেন এই সিদ্ধান্তের পরেই কর্নাটকের রাজনৈতির জগতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শপথ নেওয়ার পরেই ইয়েদুরাপ্পা জানিয়েছেন ২৯ জুলাই তাঁরা আস্থাভোট করবেন। এবং সেখানেই নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করবেন। আর এই আস্থাভোটকে কেন্দ্র করেই শুরু হয়ে গিয়েছে নয়া রাজনৈতিক সমীকরণ। ইয়েদুরাপ্পার শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে বিদ্রোহী বিধায়ককে অবস্থান এখনও স্পষ্ট করেননি স্পিকার। তাতে সংকট আরও বেড়েছে। কংগ্রেসের অভিযোগ বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে সেকারণেই ইয়েদুরাপ্পা একাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কেউ।

English summary
JDS legislators were a divided lot over their next course of action, some supports BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X