For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফলাফল বেরোবে লোকসভার, আশঙ্কা রাজ্য সরকার পতনের, বিরাট বিপাকে কংগ্রেস

ভোট পরবর্তী সময়ে বুথ ফেরত সমীক্ষায় বিশাল ধাক্কা খেয়েছে কংগ্রেস। এক্সিট পোলের রায় সামনে আসতেই কর্ণাটক কংগ্রেসে শুধু হয়েছে দ্বন্দ্ব।

Google Oneindia Bengali News

ভোট পরবর্তী সময়ে বুথ ফেরত সমীক্ষায় বিশাল ধাক্কা খেয়েছে কংগ্রেস। এক্সিট পোলের রায় সামনে আসতেই কর্ণাটক কংগ্রেসে শুধু হয়েছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের কারণে কংগ্রেস-জেডিএস জোট সরকার সমস্যায় পড়তে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। 'ফ্লপ শো' ব্যাখ্যায় নেতৃত্বকে একহাত নেন কংগ্রেস নেতা রোশন বেগ।

ফলাফল বেরোবে লোকসভার, আশঙ্কা রাজ্য সরকার পতনের, বিরাট বিপাকে কংগ্রেস

তিনি কংগ্রেসের ভরাডুবির জন্য দলের রাজ্য নেতৃত্বের দিকেই আঙুল তোলেন। এমনকী ২৩ মে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট যদি জয়লাভ করে তবে মুসলমানদের এনডিএতে যোগ দিতে আবেদন জানান তিনি। জেডিএসও সমর্থন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। ভোটের রেজাল্ট বের হওয়ার পর সমীকরণ বদলে যেতে পারে।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত অর্জুনের! তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা কত, জানালেন 'গদ্দার'][আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত অর্জুনের! তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা কত, জানালেন 'গদ্দার']

বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস-জেডিএসকে টেক্কা দিয়ে বিজেপি অনেক ভালো ফল করবে বলে ধারণা। সেই সমীক্ষা রিপোর্ট সত্যি হলে কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের জন্যও একটি রায় বেরিয়ে আসতে পারে লোকসভার ভোট থেকে। কংগ্রেস এরপর ইভিএম ম্যানিপুলেশনের ্ভিযোগ আনতে শুরু করেছ এক্সিট পোলের পক্ষে থেকে।

এরপরই কর্ণাটকের কংগ্রেস নেতা রোশন বেগ দলীয় নেতৃত্বের প্রতি উষ্মা প্রকাশ করে তিনি বলেন, সিদ্দারামাইয়া ও দীনেশ গুন্ডু রাওদের মতো নেতাদের নেতিবাচক মনোভাবের কারণেই কংগ্রেসের এই অবস্থা। তিনি এমনও অভিযোগ করেছেন, কংগ্রেসের নেতৃত্ব ভেবে নিয়েছে, কিন্তু নেতা রয়েছে যারা কোথাও যেতে পারবেন না। ফলে তাঁদেরকে হেয় করাই যেন দস্তুর কংগ্রেসে।

[আরও পড়ুন:'আমি ৩ লাখ ভোটে না জিতলে জানবেন নির্বাচন নিরপেক্ষ হয়নি', উত্তরপ্রদেশে গর্জন আজমের ][আরও পড়ুন:'আমি ৩ লাখ ভোটে না জিতলে জানবেন নির্বাচন নিরপেক্ষ হয়নি', উত্তরপ্রদেশে গর্জন আজমের ]

English summary
Karnataka’s Congress and JDS government is now very much trouble before Lok Sabha Election Result. JDS and Congress equation may be changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X