For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝড়-জলের সকালে শপথ নিলেন অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন

ঝড়-জলের সকালে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি মঞ্চে উঠে শপথবাক্য পড়া শুরু করতেই দর্শকদের চিৎকারে ফেটে পড়ে অনুষ্ঠান স্থল।

  • |
Google Oneindia Bengali News

ঝড়-জলের সকালে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি মঞ্চে উঠে শপথবাক্য পড়া শুরু করতেই দর্শকদের চিৎকারে ফেটে পড়ে অনুষ্ঠান স্থল। উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল এতটাই যে, ভগবানের নামে তেলেগুতে শপথবাক্য পাঠ করার সময় বাধ্য হয়ে থামতেও হয় ওয়াইএসআর কংগ্রেসের নেতাকে। পরিচিত এক গাল হাসি নিয়ে বেশ কয়েকবার দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান জগনমোহন। তবু ভালোবাসা অত্যাচার চলতেই থাকে।

ঝড়-জলের সকালে শপথ নিলেন অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগনমোহন

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে জগন্মোহন রেড্ডির শপথগ্রহণ শুরু হওয়ার আগে প্রবল ঝড়-বৃষ্টিতে অনুষ্ঠানস্থল বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে তৈরি করা প্যান্ডেলের একটা অংশ ভেঙে পড়ে যায়। তা সত্ত্বেও ওয়াইএসআর কংগ্রেস নেতা ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। রাজ্যপাল ইএসএল নরসিমহান জগনমোহন রেড্ডিকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন অন্ধ্রের রাজ্যপাল।

শপথগ্রহণের একদিন আগে তিরুমালা ভেঙ্কটেশ্বরা মন্দির, কনক দুর্গা মন্দির, কাডাপা দরগা এবং পুলিভেনডালা সিএসআই চার্চে প্রার্থনা করেন জগন্মোহন। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪৯.৯ শতাংশ ভোট পেয়ে চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টিকে ছিটকে দেয় জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্র বিধানসভায় আবার ১৫১টি আসন জেতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির দল। এই বিপুল জয়ের জন্য রাজশেখর রেড্ডির পুত্র জগন্মোহনকে দিল্লিতে ডেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
Jaganmohan Reddy sworn in as Andhra CM on Thrusday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X