For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে বিক্ষোভ দমনে আবারও ফিরছে 'পেলেট গান'

উপত্যকায় এবার অন্য পন্থায় ব্যবহার হতে চলেছে পেলেট গান। নিরাপত্তাবাহিনী বিরোধী যেকোনও রকমের প্রতিবাদ, বিক্ষোভ দমন করতে ব্যবহার করা হবে 'পেলেট গান '।

  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর ,২৮ ফেব্রুয়ারি : জম্মু কাশ্মীরে 'প্রতিবাদীদের' বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তাবাহিনীর ছোড়া 'পেলেট গান' নিয়ে এপর্যন্ত প্রচুর বিতর্ক হলেও, আবারও উপত্যাকায় ফিরে আসতে চলেছে সেই 'পেলেট গান'। সিআরপিএফ -এর ডিরেক্টর জেনারেল কে দূর্গাপ্রসাদ সেরকমই ইঙ্গিত দিয়েছেন।[কাশ্মীরের 'পাথর ছোঁড়া প্রতিবাদীদের' শায়েস্তা করতে প্রতিরক্ষাবাহিনীর নতুন কৌশল]

উপত্যকায় এবার অন্য পন্থায় ব্যবহার হতে চলেছে পেলেট গান। কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর যেকোনও রকমের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় কাশ্মীরিদের প্রতিবাদ, বিক্ষোভ দমন করতে ব্যবহার করা হবে 'পেলেট গান '। সিআরপিএফ -এর ডিরেক্টর জেনারেল কে দূর্গাপ্রসাদ সাংবাদিকদের জানান, বিএসএফ-এর সহায়তা নিয়ে নিরাপত্তাবাহিনীর তরফে উন্নত পন্থায় পেলেট গান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে তারা 'দেশদ্রোহী', প্রয়োজনে ভারতীয় সেনা চালাতে পারে গুলি :রাওয়াত]

কাশ্মীরে বিক্ষোভ দমনে আবারও ফিরছে 'পেলেট গান'

জানা গিয়েছে, এই অত্যাধুনিক পন্থায় 'পেলেট গান' ব্যবহারের ফলে বিক্ষোভকারীদের গুরুতরভাবে আহত হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। এবার থেকে 'পেলেট' শরীরের উপরিভাগে ছোড়া হবে না, বরং তা শরীরের নিম্নভাগে ছোড়া হবে।[কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের]

সিআরপিএফ -এর ডিরেক্টর জেনারেল কে দূর্গাপ্রসাদ সাংবাদিকদের জানান, নতুন 'পেলেট গানে' থাকছে অত্যাধুনিক ক্ষমতা। সঙ্গে থাকছে বিশেষ একটি ডিভাইস। যার দ্বারা 'পেলেট' শরীরের নিম্নাংশে গিয়েই আঘাত হানবে। এতে পেলেটের প্রাণঘাতী ক্ষমতা কমবে। এর আগে, গতবছর বিভিন্ন ঘটনাকে কেন্দ্রে করে উত্তপ্ত কাশ্মীর উপত্যকায় বিক্ষোভকারীদের সরাতে 'পেলেট গান' চালাতে বাধ্য হয় সেনা। তার ফলে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বহু কাশ্মীরি। অনেক শিশুও আহত হয় 'পেলেটের' আঘাতে।

English summary
Dissatisfied with the effectiveness of PAVA (pelargonic acid vanillyl amide) shells in controlling the raging crowd, the pellets guns may have a comeback in the valley. Paramilitary forces are mulling over the possibility of reintroducing the notorious gun with less intensity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X