For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিই সামিটের রাজকীয় উদ্বোধনে মোদী-ইভাঙ্কা, ট্রাম্প কন্যাকে এক বিশেষ উপহার প্রধানমন্ত্রীর

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল গ্লোবাল অন্তঃপ্রনয়রশিপ সামিট ২০১৭-এর। হায়দরাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইভাঙ্কা ট্রাম্প।

  • |
Google Oneindia Bengali News

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল গ্লোবাল অন্তঃপ্রনয়রশিপ সামিট ২০১৭-এর। হায়দরাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইভাঙ্কা ট্রাম্প। দক্ষিণ এশিয়ার ভারতই প্রথম এই সম্মোলন আয়োজন করছে। দেশ বিদেশের ৪৪ হাজার প্রতিনিধি এখানে নাম লিখিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কেমন ছিল এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।

ইভাঙ্কাকে উপহার মোদীর

ইভাঙ্কাকে উপহার মোদীর

গুজরাতের সুরতের সাদেলি হস্ত শিল্পের কাজ করা একটি জ্যামিতিক কাঠের বাক্স এদিন ইভাঙ্কাকে উপহার দেন মোদী।

[আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি][আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি]

উদ্বোধনে মোদী-ইভাঙ্কা

উদ্বোধনে মোদী-ইভাঙ্কা

এই সামিটের মূল আকর্ষণ প্রথম থেকেই ছিলেন ইভাঙ্কা ট্রাম্প ও নরেন্দ্র মোদী। আর এঁদের হাতেই প্রযুক্তিগতভাবে উদ্বোধন হল জিই সামিটের।

[আরও পড়ুন:ফলুকনামায় রয়্যাল ডিনারে কোন শাহী আয়োজন থাকছে ইভাঙ্কার জন্য][আরও পড়ুন:ফলুকনামায় রয়্যাল ডিনারে কোন শাহী আয়োজন থাকছে ইভাঙ্কার জন্য]

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন

এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় গ্লোবাল অন্তঃপ্রনরশিপ সামিট ২০১৭ এর।

[আরও পড়ুন:জিই সামিটের ফাঁকে ইভাঙ্কার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর][আরও পড়ুন:জিই সামিটের ফাঁকে ইভাঙ্কার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর]

অনুষ্ঠানে হাজির নামী ব্যাক্তিত্বরা

অনুষ্ঠানে হাজির নামী ব্যাক্তিত্বরা

২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই সামিটে হাজির থাকছে একাধিক দেশের উদ্যোগপতি প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও হাজির ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন, তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে সি রাও।

[আরও পড়ুন:মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন][আরও পড়ুন:মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন]

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ্যাগতরা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ্যাগতরা

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ইভাঙ্কা ট্রাম্প সকলেই বক্তব্য় রাখেন। ইভাঙ্কার বক্তব্য বার বার মোদীর প্রশংসা উঠে আসে। অন্যদিকে, নরেন্দ্র মোদীও এদিন দেশের উন্নয়নে মহিলাদের অবদান নিয়ে তাঁদের প্রশংসা করেন। পাশপাশি আধার থেকে ডিজিটাল ডেটাবেস নিয়েও দেশের প্রযুক্তিগত উন্নয়নের প্রশংসা করেন মোদী।

[আরও পড়ুন:মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন][আরও পড়ুন:মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন]

অনুষ্ঠানের আগে মোদী-ইভাঙ্কা বৈঠক

অনুষ্ঠানের আগে মোদী-ইভাঙ্কা বৈঠক

এদিন মূল অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা তথা প্রেসিডেন্টের পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প। এই হাই প্রোফাইল বৈঠক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর।

সামিটের ফাঁকে সুষমার সঙ্গে দেখা

সামিটের ফাঁকে সুষমার সঙ্গে দেখা

গ্লেবাল অন্তঃপ্রনেয়রশিপ সামিটের ফাঁকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন ইভাঙ্কা ট্রাম্প। দুপক্ষের মধ্যেই বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রের খবর।

পরিদর্শনে মোদী-ইভাঙ্কা

পরিদর্শনে মোদী-ইভাঙ্কা

এদিনের বৈঠকের পাশাপাশি, ইভাঙ্কাকে নিয়ে সামিটের নানা দিক পরিদর্শন করে দেখেন নরেন্দ্র মোদী । একাধিক প্রযুক্তিগত বিষয় ও উদ্যোগপতিদের সংক্রান্ত বিষয়ে তাঁরা অবহিত হন।

English summary
ivanka trump and narendra modi inaugurates ges 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X