For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বলিউড মিরচি' রাখি সাওয়ন্ত লড়বেন লোকসভা ভোটে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাখি
মুম্বই, ২৭ মার্চ: 'বলিউড মিরচি' রাখি সাওয়ন্ত লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন। মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে লড়বেন নির্দল প্রার্থী হিসাবে।

বলিউডের 'দুষ্টু বালিকা' রাখি সাওয়ন্তকে নিয়ে জল্পনার শেষ ছিল না। কিছুদিন আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, "অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে রাখি সাওয়ন্ত ভালো রাজনীতিবিদ।" তখন তাঁর এই কথাকে উদ্বাহু সমর্থন দিয়েছিলেন রাখি। বলেছিলেন, শিবসেনার টিকিটে ভোটে দাঁড়াতে কোনও আপত্তি নেই তাঁর। শেষ পর্যন্ত অবশ্য শিবসেনা তাঁকে টিকিট দেয়নি। অপেক্ষা করার পর বৃহস্পতিবার নিজে প্রার্থী হওয়ার কথা জানালেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, "আমি আজ ঘোষণা করছি যে, আমি মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে ভোটে লড়ব। এখানে আমি বড় হয়েছি। তাই এখানকার মানুষের জন্য কিছু করতে চাই। দু' থেকে তিন দিনের ভিতরে আমি সাংবাদিক বৈঠক ডাকব। কোন দলকে ভোটের পর সমর্থন করব, জানিয়ে দেব আপনাদের।"

উদ্ধব ঠাকরের প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন রাখি। বলেছেন, "উদ্ধবজি আমার দাদার মতো। উনি আমাকে জাগিয়েছেন। উনি বিশ্বাস করেন, সত্যিই রাখি সাওয়ন্ত অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে ভালো রাজনীতিবিদ হতে পারবে। ওঁকে ধন্যবাদ।"

আজকাল সবুজ জামাকাপড় বেশি পড়ছেন কেন, এই প্রশ্ন করা হলে তাঁর মিচকে জবাব, "আমি বলিউড মিরচি। আমি নেতাদের লঙ্কা ছুড়ব। যদি কোনও সরকার আপনাদের খারাপ অবস্থায় ফেলে, তা হলে আমি লঙ্কা ছুড়ে মারব।"

এদিকে, রাখি সাওয়ন্তের এই চাল নিয়ে মন্তব্য করেনি কোনও রাজনীতিক দল। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। গুঞ্জন রটেছে, তা হলে রাখি সাওয়ন্ত কি ভোটের পর শিবসেনায় যোগ দেবেন? ভোটের আগে কোনও সমীকরণের কথা ভেবেই কি শিবসেনায় এলেন না?

তরুণ প্রজন্মের কাছে রাখি সাওয়ন্তের আকর্ষণ যথেষ্ট। কিন্তু সেটা ইভিএমে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জল্পনা। কারণ রূপোলি পর্দার লোক মানেই অনায়াসে ভোটে জিতবেন, এই ধারণা অনেক দিন আগেই খানখান হয়ে গিয়েছে।

English summary
Item girl Rakhi Sawant will contest election as an independent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X