আজ উৎক্ষেপণ হবে ইসরোর নয়া 'নেভিগেশন স্যাটেলাইট'-এর , দেশ পাবে এই সুবিধাগুলি
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক। শ্রীহরিকোটার সতীস ধওয়ান স্পেস সেন্টার থেকে IRNSS-1H স্যাটালাইটটি -র উৎক্ষেপণ হতে চলেছে আজ সন্ধ্যায়। এই নেভিগেশন স্যাটেলাইটকে নিয়ে মহাকাশের পথে পাড়ি দেবে PSLV রকেট এক্সএল ভ্যারিয়েন্ট।
[আরও পড়ুন: ইসরোর নেভিগেশন স্যাটেলাইট সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি, ফের তৈরি হতে চলেছে ইতিহাস ]

গতকাল দুপুর থেকে ২৯ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সতীশ ধওয়ান স্পেস সেন্টারে। এই স্যাটেলাইটের উৎক্ষেপণ দ্বারা বার্তা প্রেরণ আরও শক্তপোক্ত করা যাবে বলে জানা গিয়েছে। দেশের রেল ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। রেলের ক্ষেত্রে ট্রেন চলাচলের সময়ে কোনও অনামী লেভেল ক্রসিং গতিপথে থাকলে, তার বার্তা তৎক্ষনাৎ দেবে এই স্যাটেলাইট, ফলে এড়ানো যাবে দুর্ঘটনা।
১৪২৫ কেজি ওজনের এই স্যাটালাইট অন্যান্য স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপনে সুবিধা করে দেবে বলে দাবি ইসরোর। আজ সন্ধ্যা ৭ টা নাগাদ এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।
জানা গিয়েছে ,দেশের পরবর্তী নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে আগামী বছরের এপ্রিল মাসে। বর্তমানে ৭টি নেভিগেশন স্যাটেলাইটকে কক্ষপথে রাখা হয়েছে।