For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের প্রথম মহাকাশ মিশন ISRO-র, কৃষি ব্যবস্থার সহায়ক হয়ে পৃথিবী প্রদক্ষিণ করবে PSLV- C52

বছরের প্রথম মহাকাশ মিশন ISRO-র, কৃষি ব্যবস্থার সহায়ক হয়ে পৃথিবী প্রদক্ষিণ করবে PSLV- C52

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপ কাটিয়ে উঠে এবার মহাকাশ অভিযান শুরু ইসোরর৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ১৪ ফেব্রুয়ারি সকাল ৫.৫৯ মিনিটে পিএসএলভি-সি৫২ উৎক্ষেপণ করবে। রবিবার সকালেই যার কাউন্টডাউন শুরু হয়েছে। এই বছরে এটাই হবে ইসরোর প্রথম কৃত্তিম উপগ্রহ লঞ্চ মিশন।

বছরের প্রথম মহাকাশ মিশন ISRO-র, কৃষি ব্যবস্থার সহায়ক হয়ে পৃথিবী প্রদক্ষিণ করবে PSLV- C52

পিএসএলভি-সি৫২ ডিজাইন করা হয়েছে ইওএস-০৪ মডেলে এ পৃথিবীকে প্রদক্ষিণের জন্য৷ এই পিএসএলভির ওজন ১৭১০ কেজি, ৫২৯ কিলোমিটারের একটি সূর্য-সিঙ্ক্রোনাস মেরু কক্ষপথের দূরত্ব অতিক্রম এটি, এমনটাই জানিয়েছে ইসরো।

পিএসএলভি-সি৫২ মিশনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য

১নং, এই স্যাটেলাইটটি সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে।

২নং, পিএসএলভি-সি৫২ (ইওএস-০৪) হল একটি রাডার ইমেজিং স্যাটেলাইট যা কৃষি, বনায়ন এবং বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা এবং জলবিদ্যা এবং বন্যা ম্যাপিংয়ের মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে উচ্চ-মানের ছবি প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে।

৩নং, এই মিশনে সহ-যাত্রী হিসাবে দুটি ছোট উপগ্রহও বহন করবে পিএসএলভি। ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের ছাত্র উপগ্রহ ইন্সপায়ারস্যাট-১
এবং কলোরাডো ইউনিভার্সিটি অফ অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের ল্যাবরেটরি, বোল্ডার এবং আইএনএস-২টিডি
ইসরো থেকে একটি প্রযুক্তি প্রদর্শনকারী উপগ্রহ।
আইএনএস-২টিডি হল আইএনএস-২বি-এর আপডেটেড মডেল যা একটি ভারত-ভুটান যৌথ উপগ্রহ।

৪ নং, লঞ্চের আগে প্রায় ২৫ ঘন্টা ধরে কাউন্টডাউন চলছে এই উপগ্রহের৷ ১৩ ফেব্রুয়ারি ভোর ৪.২৯ এ শুরু হয়েছে এই কাউন্টডাউন৷

৫নং, পিএসএলভি-সি৫২এর লঞ্চ ইসরোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত এবছরের মাঝামাঝি সময়ে চন্দ্রযান-৩ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। যদিও এর আগে ইসরোর চন্দ্রযান-২-এ শেষ মুহূর্তে সফলতা অধরা থেকে গিয়েছে। ২০১৯ এর ২২ জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের উৎক্ষেপিত বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এবার চন্দ্রযান-৩ অভিযানের উদ্যোগ নিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। জানা গিয়েছে, চলতি বছরের অগাস্ট মাসেই চন্দ্রযান-৩ এর উৎক্ষেপন হবে৷ সম্প্রতি লোকসভায় একটি প্রশ্নের উত্তরে মহাকাশ গবেষণা মন্ত্রক এই তথ্য জানিয়েছে৷

English summary
ISRO's first space mission of the year, PSLV-C52
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X