For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএসআইএস-এর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : আইএসআইএস জঙ্গিগোষ্ঠী এই মুহূর্তে সারা বিশ্বের ত্রাস হয়ে উঠেছে। ভারতে ক্রমেই জাল বিস্তারের চেষ্টায় থাকা এই জঙ্গিগোষ্ঠী নানাভাবে চেষ্টা করে চলেছে বলে উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। [সাবধান : ফেসবুকে আপনার প্রতিটি পোস্টে নজর রয়েছে আইএস জঙ্গিদের!]

আইএসের কার্যকলাপ ও তা আটকানো নিয়ে ভারতীয় গোয়েন্দাদের একটি অংশ তদন্ত চালাতে গিয়ে অবাক হয়ে গিয়েছেন। তারা জানতে পেরেছেন, ভারতে জঙ্গি নিয়োগের ক্ষেত্রে অভিনব পন্থা বেছে নিয়েছে আইএস। [প্রজাতন্ত্র দিবসে আইএস হামলার আশঙ্কা, সতর্কতা গোটা দেশ জুড়ে]

চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএস-এর

একেবারে আধুনিক কর্পোরেট অফিসে যেভাবে কর্মী বাছা হয় সেভাবেই আইএসেও চলছে ভবিষ্যতের কর্মী নিয়োগ। রীতিমতো লোক দিয়ে অনলাইনে খুঁজে কর্মী নিয়োগ চলছে। [বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!]

এর অবশ্য কয়েকটি ভাগ রয়েছে। প্রথমত কিছু মানুষ রয়েছে যারা নিজেরাই আইএস জঙ্গিদলে নাম লেখাতে এগিয়ে এসেছে। এছাড়া কিছু মানুষকে জেহাদি ভাবনায় উদ্বুদ্ধ করে ভুলিয়ে বা মোটা টাকা চাকরির টোপ দিয়ে জঙ্গি হতে বাধ্য করা হচ্ছে। [আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে]

গোয়েন্দারা জানাচ্ছেন, আইএসের রিক্রুটাররা বিভিন্ন চাকরির সাইটে চাকরিপ্রার্থীদের পোস্ট করা বায়োডেটা দেখে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে, তুরস্ক, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে তারা চাকরি করতে আগ্রহী কিনা।

আগ্রহী প্রার্থীকে এরপরে মোটা টাকা চাকরির টোপ দেওয়া হচ্ছে যা উপেক্ষা করা কর্মহীন প্রার্থীদের পক্ষে বেশ কঠিন। এছাড়াও সেখানে নিয়ে যাওয়ার যাবতীয় দায়িত্ব তাদেরই বলে জানাচ্ছে চাকরির প্রতিশ্রুতি দেওয়া আইএস রিক্রুটাররা।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রিক্রুটারদের কাজ হল, যেকোনওভাবে ভুলিয়ে ভাবী জঙ্গিদের আরব দেশগুলিতে নিয়ে গিয়ে ফেলা। একবার সেখানে পৌঁছে গেলে তারপরে সোজা তাদের সিরিয়া বা ইরাকে নিয়ে গিয়ে আইএসে যোগ দেওয়ানো। একবার সেখানে পৌঁছে গেলে ইচ্ছা থাক বা না থাক, আইএসে নাম লেখাতেই হচ্ছে সকলকে, এমনটাই উঠে এসেছে গোয়েন্দা তদন্তে।

English summary
ISIS used a corporate style of recruiting in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X