For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ফের নাশকতার ছক, পাক-মদতে ফন্দি আঁটছে আইএস! সতর্ক করলেন গোয়েন্দারা

দিন দুয়েক আগে আইএস মাত্র দুটি শব্দ খরচ করে বাংলায় আতঙ্ক ছড়ানোর বার্তা দিয়েছিল। বাংলায় লেখা একটি বার্তায় আইএস জানিয়েছিল-'শীঘ্রই আসছি’।

Google Oneindia Bengali News

দিন কয়েক আগে আইএস মাত্র দুটি শব্দ খরচ করে বাংলায় আতঙ্ক ছড়ানোর বার্তা দিয়েছিল। বাংলায় লেখা একটি বার্তায় আইএস জানিয়েছিল-'শীঘ্রই আসছি'। সেই আতঙ্কের আবহে ভারতের গুপ্তচর সংস্থা আরও বাড়িয়ে দিল শঙ্কা। গুপ্তচর সংস্থার রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই জইশ-ই-মহম্মদ ও আইএস হামলা চালাতে পারে ভারতে।

পুলওয়ামার পর ফিঁদায়ে হামলার ছক! জইশ-ই-মহম্মদ ও আইএস জঙ্গিরা ফন্দি আঁটছে

রিপোর্টে উল্লেখ, ভারতে হামলার জন্য সক্রিয় হয়ে উঠেছে জইশ-উ-মহম্মদ। তারা আইএসের সঙ্গে পরিকল্পনা করছে ভারতে হামলার জন্য। সম্প্রতি একটি গোপন বৈঠক করেছে আইএসআই। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইএস ও জইশ-ই-মহম্মদ সংগঠনের সদস্যরা। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে।

কিছুদিন আগে গোয়েন্দারা তাদের একটি রিপোর্টে জানায়, পাকিস্তানে ফের মাসুদ আজহারকে সক্রিয় হতে দেখা গিয়েছে। জইশের শীর্ষ কমান্ডারদের সঙ্গে তিনি বৈঠকও করেছে। সেই বৈঠকেই প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে পাঠিয়ে ফিঁদায়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ফলে আর এক পুলওয়ামা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই হামলার সঙ্গে টেলিগ্রাম অ্যাপে পোস্টার প্রকাশ করে বাংলায় লেখা আইএস হুমকি বার্তার কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এই জেহাদি সংগঠনটি পূর্বেও ভারতে নাশকতামূলক ঘটনা সংগঠিত করার চেষ্টা করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গকে নিশানা করেছে আগেও। এর আগে খাগড়াগড়-কাণ্ড ঘটেছে বাংলায়। ফলে পুলওয়ামার পর এই বাংলাও শঙ্কামুক্ত নয়।

English summary
ISIS and JeM plan to fidayeen attack in India after Pulwama terror. RAW submits a report that ISI conducts a meeting with ISIS and JeM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X