For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান, আফগানিস্তানে শিখ-হিন্দু নিধনের পিছনে আইএসআই! কড়া প্রতিক্রিয়া মোদীর

পাকিস্তান ও আফগানিস্তানে শিখ নিধন এবং তাঁদের দেশ থেকে বিতারণের পিছনে সেই আইএসআই। ধারাবাহিকভাবেই চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা।

Google Oneindia Bengali News

পাকিস্তান ও আফগানিস্তানে শিখ নিধন এবং তাঁদের দেশ থেকে বিতারণের পিছনে সেই আইএসআই। ধারাবাহিকভাবেই চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা। রবিবার আফগানিস্তানের জালালাবাদে প্রবল বিস্ফোরণের পর এমনই তথ্য উঠে আসছে। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তান, আফগানিস্তানে শিখ-হিন্দু নিধনের পিছনে আইএসআই! কড়া প্রতিক্রিয়া মোদীর

প্রেসিডেন্ট আসরাফ ঘনি জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধনে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আফগানিস্তানের হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষজন। সেইসময় নানগারহারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। মৃত ১৯ জনের মধ্যে ১০ জন শিখ। বাকিদের মধ্যে বেশ কয়েকজন হিন্দুও রয়েছেন বলে জানা গিয়েছে।
আত্মঘাতী বিস্ফোরণে বেছে বেছে টার্গেট করা হয়েছে সেখানকার শিখ সম্প্রদায়ের কর্মকর্তা কিংবা শান্তি আন্দোলনের নেতাদের। মৃতদের মধ্যে রয়েছেন পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী অবতার সিং খালসা, আন্দোলনে কর্মী রাভাইল সিং, শিখদের মুখপত্র ইকবাল সিং এবং শান্তি আন্দোলনের নেতা অনুপ সিং।

তালিবানদের মাধ্যমে পাকিস্তানের আইএসআই এই হত্যালীলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিখ সম্প্রদায়ের মানুষজন।

দিল্লি গুরুদ্বয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিৎ সিং আফগানিস্তানে এই শিখ হত্যার নিন্দা করেছেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি তদন্ত করার জন্য আবেদন করেছেন। একইসঙ্গে পরিবারের সদস্যরা যাতে দেহ পান সেই ব্যবস্থা করার জন্য আবেদন করেছেন।

শিরোমনি অকালি দলের মুখপত্র মনজিন্দর সিরশা জালালাবাদে হামলার কড়া নিন্দা করেছেন। পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখদের সুরক্ষার জন্য বিশ্বের দরবারে বিষয়টি তোলার আবেদন জানিয়েছেন।

ঘটনার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

কয়েক দশক ধরে চলা অশান্তির জেরে আফগানিস্তানে বসবাসকারী বহু শিখ ভারতে চলে এসেছেন। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১৯৭০ সালে আফগানিস্তানে যেখানে ৮০ হাজারের মতো শিখ বসবাস করতেন। বর্তমানে সেখানে রয়েছেন হাজার খানেক।

মাসখানের আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে শিখদের ধর্মীয় নেতা চরণজিত সিং সাগরকে গুলি করে মারা হয়।

English summary
ISI systematically eliminating Sikhs from Pakistan and neighbouring Afghanistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X