For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উপসর্গের মধ্যে কোভিড টিকা নেওয়া কি নিরাপদ? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা‌

করোনা উপসর্গের মধ্যে কোভিড টিকা নেওয়া কি নিরাপদ?

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার পাশাপাশি গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। ১২ কোটির বেশি মানুষ এখনও পর্যন্ত টিকা নিয়েছেন, এই মাইলফলক অর্জন করে ভারত বিশ্বের মধ্যে দ্রুততম দেশ হিসাবে নিজের পরিচিতি গড়েছে। দেশে টিকাকরণ চলার সময় এখন ৪৫ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে এবং ১ মে থেকে ১৮ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স তারাও টিকা নিতে পারবে বলে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে অনেকেরই মনে এই প্রশ্ন দেখা দিয়েছে যে যদি কারোর কোভিড–১৯ উপসর্গ থাকে তবে কি তাদের টিকা নেওয়া নিরাপদ বা এটি ভ্যাকসিনের কার্যকারিতাতে প্রভাব ফেলবে?‌

করোনা উপসর্গের মধ্যে কোভিড টিকা নেওয়া কি নিরাপদ? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা‌


অ্যাপোলো হোম হেল্থকেয়ারের সিইও ডাঃ মহেশ যোশির মতে, কোভিড–১৯ উপসর্গ দেখা দিলে ওই ব্যক্তিকে তৎক্ষণাত টিকাকরণের দনক্ষণ পিছিয়ে দিতে হবে। তিনি এও বলেন, '‌এটা খুব জটিল প্রশ্ন। আমার মনে হয় না এটা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু আমি এটা বলতে পারি যে যদি উপসর্গগুলি কোভিডের হয় তবে ওই ব্যক্তি দ্বিতীয় ডোজ নেওয়ার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে দু’‌সপ্তাহের মতো এবং পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।’‌

ম্যাক্স হাসপাতালের পালমোনোলজি বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর ডাঃ বিবেক নানগিয়াও এই নিয়ে একমত পোষণ করে জানিয়েছেন যে যদি কারোর হাল্কা কোভিড–১৯ উপসর্গ দেখা যায় তবে সে যেন করোনার টিকাকরণের দিন পিছিয়ে দেয়। তিনি বলেন, '‌যদি হাল্কা উপসর্গ হয় তবে এক্ষুণি ভ্যাকসিন নেওয়ার দিন পিছিয়ে দেওয়া হোক তার। যদি সংক্রমণ দেখা দেওয়ার পর টিকাকরণ করা হয় তবে তা ওই ব্যক্তির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকী যদি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এন সন্দের সৃষ্টি হয় এবং আরটি–পিসিআর টেস্টও নেগেটিভ আসে যা বর্তমানে অনেক কেসের ক্ষেত্রেই হচ্ছে, তাও টিকাকরণ সাময়িক কালের জন্য স্থগিত রাখা দরকার। কোনও তাড়াহুড়ো নেই টিকা নেওয়ার, সমীক্ষায় বরং দেখা দিয়েছে ভ্যাকসিন নিতে দেরি করলে তা আরও ভালো ফল দেবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো প্রতিক্রিয়া করবে যদি ১২ সপ্তাহ দেরি করে টিকা নেওয়া হয়। তাই আতঙ্কিত নয় এবং তাড়াহুড়ো নয়।

যদিও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। তাই ভ্যাকসিন নিয়ে দেশবাসীর মনে সংশয়ের পাশাপাশি বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অনেক নাগরিকই মনে করছেন ভ্যাকসিনের বদলে করোনা বিধি পালন করলেই রক্ষা পাওয়া যাবে আবার অনেকের মতে ভ্যাকসিন নেওয়ার পর তাঁরা একেবারে সুরক্ষিত। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে যে টিকাকরণের পরও কোভিড বিধি যথাযথভাবে পালন করতে হবে।

English summary
Among the symptoms of covid-19, is it safe to take the coronavirus vaccine? Doctors explain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X