For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের পুলওয়ামায় হামলা ও দবিন্দরের সঙ্গে ধৃত জঙ্গির যোগ কোথায়! গোয়েন্দা 'স্ক্যানারে' কারা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের পুলওয়ামা হামলা গোটা দেশকে বিচলিত করেছিল। ১৪ ফেব্রুয়ারির সেই অভিশপ্ত দিনে এক নিমেষে প্রাণ হারিয়েছিলেন দেশের ৪৩ জন বীর জওয়ান। সেই ঘটনায় কাশ্মীরে জঙ্গি আদিল দার ছিল মূল কূচক্রী। যে ঘটনার সঙ্গে সঙ্গেই আত্মঘাতী হানায় মারা যায়। আর সেই ঘটনার এক বছর ঘুরতে না ঘুরতেই উঠে আসছে সেই জঙ্গি হামলার সঙ্গে কাশ্মীরের ধৃত ডিএসপি দবিন্দর সিংয়ের যোগ। তাঁর সঙ্গেই গ্রেফতার হওয়া হিজবুল জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ।

হিজবুল মুজাহিদ্দিনের জঙ্গি গোয়েন্দা স্ক্যানার এ !

হিজবুল মুজাহিদ্দিনের জঙ্গি গোয়েন্দা স্ক্যানার এ !

কাশ্মীর হাইওয়েতে চলতে থাকা একটি গাড়ির ভিতর থেকে ডিএসপি দবিন্দর সিংয়ের সঙ্গে বেরিয়ে আসে হিজবুল মুজাহিদ্দিনের জঙ্গি নভিদ বাবু। আর এই নভিদ বাবুর সঙ্গে পুলওয়ামা হামলার যোগ রয়েছে বলে জল্পনা এনআইএ-র। মনে করা হচ্ছে, নভিদ বাবুর ভাই ইরফানও এই ঘটনার সঙ্গে জড়িত। আর তাকেও আপাতত পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

 ২০১৯ এ পুলওয়ামার মূল চক্রীকে সাহায্য দবিন্দরের সঙ্গে ধৃত জঙ্গির!

২০১৯ এ পুলওয়ামার মূল চক্রীকে সাহায্য দবিন্দরের সঙ্গে ধৃত জঙ্গির!

জানা গিয়েছে, ধৃত নভিদ বাবু পুলওয়ামা হামলার জন্য ঘটনার মূলচক্রী মুদাস্সির খানের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই সময় পুলওয়ামা হামলায় এই কুখ্যাত জঙ্গি মদত দিয়েছিল কি না তা এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, যেহেতু নভিদকে দবিন্দরের সঙ্গে পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে দবিন্দরের সঙ্গেও পুলওয়ামার যোগ রয়েছে কি না তা নিয়ে ও সন্দেহ দানা বাঁধছে।

 কাশ্মীরে এক যোগে কাজ করছে বিভিন্ন জঙ্গি সংগঠন

কাশ্মীরে এক যোগে কাজ করছে বিভিন্ন জঙ্গি সংগঠন

নাম আলাদা হলেও 'প্ল্যান অফ অ্যাকশন' তৈরির ক্ষেত্রে কাশ্মীরে অবস্থিত জঙ্গি শিবিরগুলি একযোগে কাজ করছে। সেক্ষেত্রে হিজবুল, জইশ ও লস্কর জঙ্গিরা একই সঙ্গে বহু বৈঠকে যোগ দিচ্ছে। আর সেই বৈঠকের খবর ঘিরে পুলওয়ামা হামলার কোনও সূত্র আবিষ্কার হয় কি না , তা নিয়ে রয়েছে জল্পনা।

দবিন্দর সহ বহু পুলিশ অফিসার স্ক্যানারে!

দবিন্দর সহ বহু পুলিশ অফিসার স্ক্যানারে!

দবিন্দর সিংয়ের গ্রেফতারির পর থেকে আপাতত এনাইএ স্ক্যানারে দেশের কয়েক লক্ষ পুলিশ কর্মী রয়েছে। তাঁদের সঙ্গে জঙ্গি যোগ নিয়েও চলছে বিস্তর তদন্ত। তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও বক্তব্য প্রশাসনিক তরফে উঠে আসেনি।

English summary
Is Davinder had a distant connection with Pulwama attack , investigation is on .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X