For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মজা হচ্ছে'! পেট্রোলের দামে ১ পয়সা কমতি নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ রাহুলের

পেট্রোলের দাম টানা ১৬ দিন বাদে ফের আজ কমেছিল। এদিন এর দাম কমে ১ পয়সা। ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দামের ফলে , নাভিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

  • |
Google Oneindia Bengali News

পেট্রোলের দাম টানা ১৬ দিন বাদে ফের আজ কমেছিল। এদিন এর দাম কমে ১ পয়সা। ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দামের ফলে , নাভিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। এবার এই ইস্যুতে সোচ্চার হলেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। তিনি সরাসরি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী মোদীকে নিশানায় রেখে।

মজা হচ্ছে! পোট্রোলের দামে ১ পয়সা কমতি নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ রাহুলের

পোট্রোলের দাম একটানা ১৬ দিন ধরে বেড়ে চলছিল। দামে এদিন কমতি হয় মাত্র ১ পয়সা। ফলে সাধারণ মানুষের কাছে সমস্যা সুরাহা কিছুই হয়নি! এনিয়ে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল জানান, এই ঘটনা কার্যত একটি 'শিশুসুলভ ও নিচুমানের' ঘটনা। একট টুইট পোস্টে তিনি বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, 'প্রিয় প্রধানমন্ত্রী আপনি পোট্রোল আর ডিজেলের দামে কমিয়েছেন মাত্র ১ পয়সা। এক পয়সা?!!! এভাবে যদি আপনি মশকরা করেন, তাহলে তা খুবই শিশু সুলভ আর নিচুমানের।...' তিনি জানান, ১ পয়সার কমতি দেশে জ্বালানির দামের সমস্যাকে কমাবে না। নিজের পোস্টে এদিন রাহুল উল্লেখ্য করেন তাঁর 'ফুয়েল চ্যালেঞ্জ'-এর বিষয়টি।

প্রসঙ্গত , এদিন সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছিল পেট্রোলের দাম ৬০ পয়সা হারে কমেছে , আর ৫৬ পয়সা হারে কমেছে পেট্রোলের দাম। তবে পরে জানানো হয়েছে, সেই দাম কমার ঘটনা কার্যগত 'ভুল'! পরবর্তীকালে জানানো হয় তেলের দাম কমেছে মাত্র ১ পয়সা। উল্লেখ্য, কর্ণাটকে বিধানসভা নির্বাচন মেটবার পরই দেশে ক্রমেই বাড়তে থাকে পেট্রোল ও ডিজেলের দাম। যদিও রাষ্ট্রায়াত্ত্ব তেল কম্পানিগুলির দাবি এই উর্ধ্বমুখী তেলের দাম আন্তর্জাতিক বাজারের নিরিখে স্থির হচ্ছে। তবে, পেট্রোপণ্যের দাম বাড়ায় দেশে একের পর এক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের চরম সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার।

English summary
Is 1 paisa cut in petrol, diesel prices PM Modi's idea of prank, asks Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X