For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দিনেই বাজিমাত, শেয়ার বাজারে ১০০ শতাংশ মূল্য বাড়ল আইআরসিটিসির

প্রথম দিনেই বাজিমাত, শেয়ার বাজারে ১০০ শতাংশ মূল্য বাড়ল আইআরসিটিসির

Google Oneindia Bengali News

সোমবার শেয়ার বাজারে প্রথমবার আত্মপ্রকাশ করেই সকলকে তাক লাগিয়ে দিল আইআরসিটিসি। বম্বে স্টক এক্সচেঞ্জে আইআরসিটিসির শেয়ারের ৬৭৩ টাকা এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৬৬২ টাকা বেড়েছে বলে জানা গিয়েছে। শেয়ারের দাম প্রায় দ্বিগুণ অর্থাৎ ৩২০ টাকা বেড়েছে।

প্রথম দিনেই বাজিমাত, শেয়ার বাজারে ১০০ শতাংশ মূল্য বাড়ল আইআরসিটিসির


শেয়ার বাজারের তালিকায় নাম লেখাল রেলের চতুর্থ সংস্থা আরআরসিটিসি। সোমবার সকাল পর্যন্ত আইআরসিটিসির বাজার মূল্য ছিল ১০,৯৭২ কোটি টাকা। ২০১৭ সাল থেকেই আর্থিক বাজারে স্থানীয় সংস্থা হিসাবে আইআরসিটিসি ভালো ফল করে চলেছে। এর আগে হাউসিং ডেভলপমেন্ট কর্পোরেশন এবং কোচিন শিপয়ার্ড লিমিটেডের মত বেসরকারি সংস্থাগুলিও প্রায় ৭৫ বার শেয়ার সূচকের শীর্ষে ছিল। বম্বে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এক সার্কুলার জারি করে বলা হয়েছে, '‌১৪ অক্টোবর ২০১৯ সোমবার থেকে আইআরসিটিসিকে শেয়ার তালিকাভুক্ত করা হল এবং এই সংস্থা বি গ্রুপের অন্তর্ভুক্ত সব লেনদেনে অংশ নিতে পারবে।’‌ সম্প্রতি এই রেলের সংস্থা ৬৪৫ কোটি ইনিশিয়াল পাবলিক অফারিং (‌আইপিও)‌ শেষ করেছে। ১১২ বার সাবস্ক্রাইবের জন্য প্রতিটি শেয়ারের ক্ষেত্রে আইপিও ৩১৫ থেকে ৩২০ টাকা মূল্য নির্ধারণ করেছিল। আইপিওতে সাবস্ক্রিপশনের সময় ছিল চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

দেশের একমাত্র বেসরকারি সংস্থা আইআরসিটিসিকে অনলাইনে রেলের টিকিট বিক্রি, রেলের খাবার পরিবেশন এবং যাত্রীদের স্টেশনে পানীয় জলের পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও মোবাইলে অ্যাপের সহায়তায় রেলযাত্রীদের ই–ক্যাটারিং পরিষেবাও দিয়ে থাকে আইআরসিটিসি। ‌

English summary
IRCTC only body in india to authorized to sell rail ticket, provide catering service in rail, drinking water for all passengers. also e-catering service avalabe by mobail app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X