For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলার কিভাবে জড়িয়ে চিদাম্বরমদের নাম! টাইমলাইন একনজরে

দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে চিদাম্বরমের পর পর দুটি আগাম জামিন মামলা খারিজ করে দিয়েছে দিল্লি আদালত। ফলে আইএনএক্স মিডিয়া মামলায় চরম বিপদে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে চিদাম্বরমের পর পর দুটি আগাম জামিন মামলা খারিজ করে দিয়েছে দিল্লি আদালত। ফলে আইএনএক্স মিডিয়া মামলায় চরম বিপদে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেসের প্রাক্তন এই নেতার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির বড়সড় অভিযোগ। সেই অভিযোগের জেরে ই চলছে মামলা। একনজরে দেখে নেওয়া যাক এই মামলার টাইমলাইন এ পর্যন্ত।

২০১৭ থেকে ২০১৮ এর ৩০ মে পর্যন্ত ঘটনা

২০১৭ থেকে ২০১৮ এর ৩০ মে পর্যন্ত ঘটনা

গোটা দুর্নীতি মামলার শুরু ২০১৭ সালে। সেই সময় প্রকাশ্যে আসে এই আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলা। সিবিআই ২০১৭ সালের ১৫ মে একটি মামলা দায়ের করে এই দুর্নীতি নিয়ে। মূলত, অভিযোগ ছিল বিদেশ থেকে আসা ৩০৫ কোটি টাকার তছরুপ ঘিরে। সিবিআইয়ের পর ইডির তরফে দায়ের হ. আরও একটি মামলা। এরপর ৩০ মে, ২০১৮ সালে দিল্লির হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন চিদাম্বরম।

কেন নাম জড়ায় চিদাম্বরমের

কেন নাম জড়ায় চিদাম্বরমের

এফআইপিবি থেকে এই টাকার ক্লিয়ারেন্স কিভাবে যায়, তা নিয়ে ওঠে প্রশ্ন। আর সেই প্রশ্ন ঘিরেই উঠে আসে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নাম। অর্থমন্ত্রী হিসাবে সেই সময় মসনদে ছিলেন পি চিদাম্বরম। আর মসদনে থেকে এমন ক্লিয়ারেন্স অর্থমন্ত্রী কিভাবে দেন , তা নিয়ে শুরু হয়ে যায় তদন্ত।

২০১৮, ২৩ জুলাই থেকে ২০১৯ সালের ২০ অগাস্ট

২০১৮, ২৩ জুলাই থেকে ২০১৯ সালের ২০ অগাস্ট

২৩ জুলাই ২০১৮ সালে দিল্লি হাইকোর্টে এই মামলায় আগাম জামিনের আবেদন করেন পি চিদাম্বরম। সেই সময় ২৫ জুলাই চিদাম্বরমকে রক্ষা কবচ দেয় আদালত। পরবর্তী কালে ২০১৯ সালের শুরুতে এই জামিন মামলায় নিদের রায় রিজার্ভ রাখে দিল্লি হাইকোর্ট। এরপর, ২০ অগাস্ট ২০১৯ সালে চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

English summary
INX Media corruption case, know details of these incident .The Delhi High Court also declined interim protection from arrest to the Congress leader for approaching the Supreme Court in the corruption and money laundering cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X