For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপির ইস্তেহার নয় মাফিনামা দেওয়া উচিত ছিল ', সুর চড়িয়ে পদ্মশিবিরকে খোঁচা কংগ্রেস

প্রথম দফা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এদিন নয়া দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হল ইস্তেহারপত্র। বিজেপি শিবির যাকে 'সংকল্প পত্র' বলে প্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এদিন নয়া দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হল ইস্তেহারপত্র। বিজেপি শিবির যাকে 'সংকল্প পত্র' বলে প্রকাশ করেছে। এদিকে, বিজেপি-র এই সংকল্প পত্র নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

এদিন কংগ্রেসের তরফ থেকে বলা হয়, ইস্তেহার নয়, বরং বিজেপির উচিত ছিল 'মাফিনামা' নিয়ে ভোট বাজারে আসা। শুধু তাই নয় কংগ্রেসের তরফে দাবি,ইস্তেহারের কভার পেজ থেকে শুরু করে সমস্ত দিকেই বিজেপি যে কংগ্রেসের ভাবধারায় পৌঁছতে পারছতে না তা স্প্ষ্ট।

পার্থক্য কোথায়?

এদিন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বিজেপির কভার পেজে দেখা যাচ্ছে শুধুমাত্র নেতাদের ছবি,আর কংগ্রেসের কভারপেজ জুড়ে সাধারণ মানুষ। ফলে জনসংযোগের বিষয়টি স্পষ্ট এখানেই।

বিজেপিক ইস্তেহারে একাধিক ইস্যু

বিজেপিক ইস্তেহারে একাধিক ইস্যু

এদিন বিজেপির ইস্তেহারে একাধিক ইস্যু প্রকাশ্যে এসেছে। সন্ত্রাসবাদ থেকে অনুপ্রবেশ, তথা রামমন্দির নিয়ে বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বিজেপি।

English summary
Instead of Manifesto BJP Should Have Come Out With ‘Maafinama’ say Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X