For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে জেলের মধ্যেই অস্ত্র হাতে বন্দির আস্ফালন, প্রশাসনকে চ্যালেঞ্জ

হাতে বন্দুক নিয়ে জেলের মধ্যেই দাঁড়িয়ে আছে বন্দি। বন্দুক দেখিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর প্রদেশের উন্নাও সংশোধনাগারের এই ভিডিও বৃহস্পতিবার সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Google Oneindia Bengali News

হাতে বন্দুক নিয়ে জেলের মধ্যেই দাঁড়িয়ে আছে বন্দি। বন্দুক দেখিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর প্রদেশের উন্নাও সংশোধনাগারের এই ভিডিও বৃহস্পতিবার সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও।

যোগীর রাজ্যে জেলের মধ্যেই অস্ত্র হাতে বন্দির আস্ফালন, প্রশাসনকে চ্যালেঞ্জ

দুটি ভিডিওর মধ্যে একটিতে দেখা যাচ্ছে খুনের দায়ে দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রাপ্ত দুই বন্দি বন্দুক হাতে রীতিমত আস্ফালন করে বলছে যেকোনও জেলকে তাঁরা তাঁদের হেডকোয়ার্টারে পরিণত করতে পারে এবং মেরঠ থেকে উন্নাও যেকোনও জায়গায় ফের খুনের জন্য যেতে পারে।

আর একটি ভিডিওতে দেখা গিয়েছে জেলেরকর্মীদের ঘুষ দিয়ে দুই বন্দি তাঁদের সেলে রীতিমত পার্টি করছে। জানা গিয়েছে পেশাদার খুনি এই দুই বন্দিকে কয়েকদিন আগে মেরঠ থেকে উন্নাওয়ের জেলে নিয়ে আসা হয়েছিল। এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শাসক দেবেন্দ্র পান্ডিয়া দুই সদস্যের তদন্তকারী টিম গঠন করেছেন। যাতে রয়েছেন এসডিএম রাজেশ এবং সিও সিটি উমেশচন্দ্র ত্যাগী।

তদন্তে জানা গিয়েছে বন্দিদের হাতে যে পিস্তল দেখা গিয়েছিল সেগুলি আসলে মাটির তৈরি। জেলের উচ্চ পদস্থ আধিকারিকদের চাপে ফেলার জন্যই পরিকল্পনা করে দুই বন্দিকে দিয়ে ভিডিওটি তৈরি করেছিলেন জেলের চার নীচুতলার কর্মী। এবং একটে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করেছিলেন তাঁরা। অভিযুক্ত জেলকর্মীদের মধ্যে রয়েছেন হেড ওযার্ডেন মাতা প্রসাদ ও হেমরাজ, জেল ওযার্ডেন সাহু এবং সেলিম খান। এই চার জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Inmates lodged in Unnao jail brandishing pistols sparks controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X