For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুরপথে মহারাষ্ট্রের শিল্প চলে যাচ্ছে গুজরাতে, ক্ষতি ১.৮০ লক্ষ কোটি টাকা

Array

Google Oneindia Bengali News

বিনিয়োগ সহজে হচ্ছে না, আর সেখানে সুযোগ এসেও হাতছাড়া করেছে মহারাষ্ট্র। গত তিন মাস ধরে এই ঘটনা ঘটছে সেই রাজ্যে। বিনিয়োগ হারানোর পরিমান শুনলে চক্ষু চড়ক গাছ হবে। তাঁরা হাতছাড়া করেছে প্রায় ১.৮০ লক্ষ কোটি টাকা।

টাটা এয়ার বাস

টাটা এয়ার বাস


টাটা এয়ার বাস প্রকল্প করার কথা ছিল, তা হয়নি। সেই শিল্প কোথায় যাচ্ছে? টাটা এয়ার বাস প্রকল্প গুজরাতের ভাদোদরায় চালু হতে চলেছে । বড় প্রাপ্তি হতে চলেছে গুজরাত নির্বাচনের আগে রাজ্যের। এই প্রকল্পটিকে নাগপুরের মিহানে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী ছিলেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। আশা করা হয়েছিল যে, প্রকল্পটি রাজ্যে প্রায় ৬ হাজার প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু চট করে দেখা যায় যে তা চলে গিয়েছে ঘুর পথে গুজরাতে । ফলাফল? গুজরাতে ভাদোদরায় চালু হতে চলেছে টাটা এয়ার বাস প্রকল্প।

 ২২,০০০ কোটি টাকা

২২,০০০ কোটি টাকা


জানা গিয়েছে এই প্রকল্পটির জন্য ২২,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। আসলে গুজরাতের নির্বাচন সামনেই রয়েছে। টাটা এয়ার বাস প্রকল্প গুজরাটে চলে গিয়েছে। আর এর জন্য কড়া ভাষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীশকে আদিত্য ঠাকরেকে আক্রমণ করলেন।

আদিত্যের আক্রমণ

আদিত্যের আক্রমণ


তিনি বলেন, 'কোনও আস্থা নেই এই সরকারের প্রতি শিল্পপতিদের'। আদিত্য ঠাকরে মহারাষ্ট্রে শিল্প আসা নিয়ে রীতিমত শঙ্কা প্রকাশ করেছেন।

একাধিক প্রকল্প হাতছাড়া

একাধিক প্রকল্প হাতছাড়া

শুধু এয়ার বাস নয়, এই তালিকায় রয়েছে আরও অনেক প্রকল্প। সেগুলির মধ্যে রয়েছে, বাল্ক ড্রাগ পার্ক, মেডিকেল ডিভাইস পার্স , বেদান্ত-ফক্সকন। সব প্রকল্পই গুজরাটে বিনিয়োগ করেছে মহারাষ্ট্রের পরিবর্তে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, নাগপুরের মিহান এয়ার বাস তৈরিতে গুজরাতের থেকে অনেক ভালো জায়গা হতে পারত।

এদিকে সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত গুজরাতের ভোটের দিন প্রকাশ করা হয়নি। তবে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করেছে। পঞ্জাব মডেল অনুসরণ করে কেজরিওয়াল গুজরাতে প্রচারে গিয়ে বলেছিলেন, আপনারাই আপনাদের মুখ্যমন্ত্রী বেছে নিন। গুজরাতে ব্যাপক প্রচার চালাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আপ। প্রচারের মাত্রা আর একটু বাড়িয়ে গুজরাতের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'আপনারাই আপনাদের মুখ্যমন্ত্রী বেছে নিন।' অরবিন্দ কেজরিওয়াল কখন আহমেদাবাদের টাউন হলে প্রচার চালাচ্ছেন তো কখনও বিভিন্ন জায়গায় জনসভা করছেন। তিনি প্রচারে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফের বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি রুখতে চিনি রফতানিতে আরও এক বছরের নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের ফের বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি রুখতে চিনি রফতানিতে আরও এক বছরের নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

English summary
the investment over industries goes Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X