For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোপের মুখে সিবিআই, বিড়লার পাশে শিল্পমহল, মন্ত্রীও

  • By Super
  • |
Google Oneindia Bengali News

কয়লা কেলেঙ্কারি কান্ডে তোপের মুখে সিবিআই, বিড়লার পাশে শিল্পমহল, মন্ত্রীও
নয়াদিল্লি, ১৭ অক্টোবর : কয়লা কেলেঙ্কারিতে আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করায় ক্ষোভে ফুঁসছে শিল্পমহল | দেশের তাবড় শিল্পপতিরা তাঁর পাশে দাঁড়িয়েছেন | এমনকী, ইউপিএ সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা সিবিআই-কে এক হাত নিয়েছেন | এর ফলে নিঃসন্দেহে ঘরে-বাইরে চাপের মুখে পড়ল কংগ্রেস |

প্রসঙ্গত, কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার ফলে হইচই শুরু হয সারা দেশে | কিন্তু তাতে দমে না গিয়ে বরং আরও উত্সাহিত হয়ে গতকাল হিন্দালকো-র দিল্লি কার্যালয়ে হানা দেয় সিবিআই | আদিত্য বিড়লা গোষ্ঠীর ওই অফিস থেকে ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করে তারা | সিবিআই-এর বক্তব্য, এটা পুরোটাই কালো টাকা | কিন্তু এই দাবি অস্বীকার করেছে হিন্দালকো | লাগাতার সিবিআই-এর 'আক্রমণে বিপর্যস্ত' কুমারমঙ্গলম বিড়লার পাশে এরপরই এসে দাঁড়ায় শিল্পমহল | গোদরেজ গোষ্ঠীর কর্ণধার আদি গোদরেজ বলেন, "কুমারমঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফএইআর নিন্দনীয় | আমি আশা করব, সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে এবং খুব তাড়াতাড়ি নিজেদের আচরণ বদলাবে |" ডানকান গোয়েঙ্কা গোষ্ঠীর প্রধান জি পি গোয়েঙ্কা বলেন, "উনি খুব ভালো মানুষ | ব্যবসায়ীদের অনেকের সঙ্গেই ওঠা-বসা করতে হয় | তার মানে এই নয় যে, কেউ অপরাধী হয়ে গেল | এটা দুর্ভাগ্যজনক |" সবচেয়ে চড়া সুর শোনা গিয়েছে ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানির গলাতে | তিনি বলেছেন, "কুমারমঙ্গলম বিড়লা সততার প্রতীক | কীভাবে উদ্যোগপতিদের শ্রদ্ধা করতে হয়, তা ভারতের শেখা উচিত | সিবিআই-এর এই আচরণে আমরা, গোটা শিল্পমহল অপমানিত বোধ করছি |" বিসলেরি ইন্টারন্যাশনাল গোষ্ঠীর চেয়ারম্যান রমেশ চৌহান বলেন, "সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে ঠেকেছে | শুধু সুপ্রিম কোর্ট নয়, ওদের কেউই বিশ্বাস করে না | আমি নিঃসন্দেহ, কোথাও একটা গোলমাল আছে | চক্রান্ত করে একজনকে বলির পাঁঠা করা হয়েছে |" সিবিআই-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি |

রাজনৈতিক মহলও কুমারমঙ্গলম বিড়লার পাশে এসে দাঁড়িয়েছে | বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা বলেন, "আমাদের দেশের শিল্পমহল শ্রদ্ধার পাত্র | যদি আমাদের গণতন্ত্র সাবালক হয়ে উঠে চায়, আর্থিক বিকাশকে ধরে রাখতে চায়, তাহলে সরকার আর শিল্পমহলের পারস্পরিক কাজে বিশ্বাস থাকা দরকার |" মন্ত্রীর কথাতে স্পষ্ট, তিনি এই ঘটনাতে বিরক্ত | এদিকে, এই ঘটনার সূত্র ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি | দলের নেতা যশবন্ত সিনহা বলেন, প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখের কথাতে বোঝা গিয়েছে, মনমোহন সিংহ নিজে কয়লা কেলেঙ্কারির বিষয়ে সব জানতেন | তাই নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করুন তিনি | ওয়াকিবহাল মহলের ধারণা, এর জেরে আসন্ন লোকসভা নির্বাচনে শিল্পমহল আর কংগ্রেস-এর পাশে দাঁড়াবে না | তাই ফায়দা তুলবে বিজেপি |

English summary
Industrialists Are Offended Upon CBI Regarding Fir Filling Against Birla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X