For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিতর্কে ইন্ডিগো, এবার মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

এবার গুয়াহাটি বিমানবন্দরে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল ইন্ডিগো বিমান সংস্থার কর্মীর বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে রানওয়েতে পুরুষ যাত্রী পেটানোর পর এবার গুয়াহাটি বিমানবন্দরে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল ইন্ডিগো বিমান সংস্থার কর্মীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর দুজন কর্মীকে সাসপেন্ড করেছে বিমান সংস্থাটি।

ফের বিতর্কে ইন্ডিগো, এবার মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

কৃষ্ণা শর্মা নামে এক মহিলা আইনজীবীর মোবাইলে তোলা ছবি ডিলিট করতে চেয়ে দুজন কর্মী তা ছিনিয়ে নেয়। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। ঘটনাটি ঘটে গত রবিবার।

এই ঘটনায় ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিগৃহীতা মহিলা যাত্রী কৃষ্ণাদেবীও জানিয়েছেন, যেভাবে ঘটনার পর ইন্ডিগো কর্তৃপক্ষ সহায়তা করেছেন তাতে তিনি সন্তুষ্ট।

কৃষ্ণা শর্মা ছবি তুলেছেন বলে বারবার তাঁর ব্যাগ চেক করা হয়েছে। অকারণে হেনস্থা করা হয়েছে। পরে ছবি ডিলিট করার কথা বললে তিনি জানান তা করে দিয়েছেন। তা সত্ত্বেও ফোন ছিনিয়ে নিয়ে হেনস্থা করা হয়, যা নিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর দিল্লি বিমানবন্দরে এক বিমানযাত্রীকে রানওয়েতে ফেলে মারধর করে ইন্ডিগোর এক গ্রাউন্ড স্টাফ। সেই ভিডিও ভাইরাল হয়ে ঘটনায় হইচই পড়ে যায়। তারপরও বারবার ইন্ডিগো বিমান সংস্থার একেরপর এক বিতর্কে জড়িয়েছে।

English summary
IndiGo staff misbehave with woman in Guwahati, Two suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X