For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার ভিসার জন্য দুই বছরের বেশি অপেক্ষা করতে হবে! কী বলছেন বিদেশমন্ত্রী

আমেরিকার ভিসার জন্য দুই বছরের বেশি অপেক্ষা করতে হবে! কী বলছেন বিদেশমন্ত্রী

Google Oneindia Bengali News

আমেরিকার পর্যটন ভিসা বা ব্যবসায়িক ভিসার জন্য কোনও ভারতীয় আবেদনকারীকে অনুমানিক দুই বছর অপেক্ষা করতে হবে। তারপরেই মার্কিন দূতাবাস থেকে অ্যাপয়ন্টমেন্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইডে এই তথ্য ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। দেখা গিয়েছে, চিনের ক্ষেত্রে অমেক কম সময় লাগছে।

আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইড অনুযায়ী, বি-১ ভিসা বা ব্যবসায়িক ভিসা ও বি-২ ভিসা বা পর্যটন ভিসার জন্য দিল্লিতে আবেদনকারীর একটি ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্টের জন্য ৮৩৩ দিন বা দুই বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে। অর্থাৎ কোনও ব্যক্তি চলতি বছরে ভিসার আবেদন করলে তাঁকে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কলকাতার কনস্যুলেটের ক্ষেত্রে সময় লাগবে ৭৬৭ দিন। মুম্বইয়ে এই সময় লাগবে ৮৪৮দিন।

চিনের ক্ষেত্রে সময় কম লাগছে

চিনের ক্ষেত্রে সময় কম লাগছে

চিনের বেজিং, সাংহাই এবং গুয়াংজুতে বসবাসকারী ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় ভারতীয় শহরের তুলনায় অনেকটাই কম লাগছে। চিনের রাজধানী বেজিংয়ে মার্কিন দূতাবাসের অ্যাপয়েন্টমেন্টের জন্য মাত্র দুই দিন অপেক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উঠছে, আমেরিকার সঙ্গে চিনের বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চলছে। দুই দেশের কূটনীতিক সম্পর্ক ভালো হয়। সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই ভালো। তারপরেও এধরনের বৈষম্যমূলক নিয়ম কেন।

মার্কিন দূতাবাসের বিবৃতি

মার্কিন দূতাবাসের বিবৃতি

আমেরিকার দূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সমস্ত শ্রেণির ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু করা হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারীর জন্য এই প্রক্রিয়া স্বাভাবিক ছিল। যার ফলে প্রচুর আবেদনা জমা হয়ে রয়েছে। সেই সময় কর্মীও কমিয়ে দেওয়া হয়েছিল। যার জেরে এই বিপত্তি দেখা দিয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি

ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে বলেছিলেন, তিনি মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ভিসা ইস্যুতে বৈঠক করেছিলেন। বেশ কয়েকটি চ্যালেঞ্জ সামনে এসেছে। সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। জয়শঙ্কর জানিয়েছেন, ব্লিঙ্কেন জয়শঙ্কর দ্রুত ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। যার ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি মনে করছেন। বৈঠকে ব্লিঙ্কন জানিয়েছেন, করোনা মহামারীর জন্য অনেক ভিসার আবেদন আটকে রয়েছে। ভিসার ব্যাকলগ মেটাতে সচেষ্ট হয়েছে প্রশাসন। করোনা মহামারীর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হবে। ব্লিঙ্কন আশ্বাস দিয়েছেন, কয়েকমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

হারিকেন ইয়ানের জেরে লন্ডভণ্ড ফ্লোরিডা উপকূল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, জলের তলায় বাড়িহারিকেন ইয়ানের জেরে লন্ডভণ্ড ফ্লোরিডা উপকূল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, জলের তলায় বাড়ি

English summary
For US visa Indian have to wait more than 800 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X