For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটের মাঝেই ২০ লক্ষ দুস্থ মানুষকে খাবার বিতরণ ভারতীয় রেলের

করোনা সংকটের মাঝেই ২০ লক্ষ দুস্থ মানুষকে খাবার বিতরণ ভারতীয় রেলের

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে গোটা ভারতে চলছে লকডাউন। আর এর জেরে সমস্ত পরিষেবা বন্ধ থাকায় থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন দিন-আনা দিন-খাওয়া দুঃস্থ মানুষেরা। কিন্তু এর মাঝে ভারতীয় রেলের মানবিক মুখ দেখেছে ভারতবাসী।

গোটা দেশের ৩০০টি স্টেশনে বিলি করা হয় খাবার

গোটা দেশের ৩০০টি স্টেশনে বিলি করা হয় খাবার

সূত্রের খবর, এবার ফের দেশের মোট ৩০০ টি স্টেশনে প্রায় ২০ লক্ষ দুস্থ মানুষের হাতে একবেলার খাবর তুলে দিল রেল। বিশ্বব্যাপী সঙ্কটের সময়ে অভাবেপর মধ্যে থাকা লক্ষাধিক মানুষের বিনামূল্যে অন্ন তুলে দেওয়াতেই ইতিমধ্যেই সামাজের বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে রেল।

আইআরসিটিসি-র উদ্যেগেই চলছে গোটা কর্মকাণ্ড

আইআরসিটিসি-র উদ্যেগেই চলছে গোটা কর্মকাণ্ড

এর আগে ২৮ মার্চও প্রায় ১০ লক্ষ দুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় ফুড প্যাকেট। সূত্রের খবর, ভারতীয় রেলেক ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) উদ্যেগেই এই মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয় শুরু থেকে।

এর আগে বিজ্ঞপ্তি জারি করে খাবার বিতরণের কথা জানানো হয় রেল মন্ত্রকের তরফে

এর আগে বিজ্ঞপ্তি জারি করে খাবার বিতরণের কথা জানানো হয় রেল মন্ত্রকের তরফে

এর আগে রে মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতেও জানানো হয় আগামীতে সংকটকালীন পরিস্থিতি বিবেচনা করে দরিদ্র, শিশু, কুলি, অভিবাসী শ্রমিক, এবং বিভিন্ন জায়গায় আটকে পড়া ব্যক্তিদের খাবার সরবরাহ করবে ভারতীয় রেল। ১০ই এপ্রিল থেকে শুরু হয় গোটা প্রক্রিয়া। ভারতীয় রেলের উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ এবং মধ্য দক্ষিণ শাখায় আইআরসিটিসির বিভিন্ন কেন্দ্রীয় রান্নাঘর গুলি থেকেই প্রাথমিক ভাবে গোটা প্রক্রিয়া চালানো হচ্ছে বলে খবর।

প্রতীকী ছবি

English summary
indian railways distributes food to 2 million poor people in the midst of the corona-crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X