For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানে মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত যাত্রী, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

বিমান মধ্য আকাশে হৃদরোগে আক্রন্ত যাত্রী, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

Google Oneindia Bengali News

এক ভারতীয় যাত্রীর মধ্য গগণে করা কর্মকাণ্ডে লজ্জায় মুখ ঢাকছে দেশ। আরেক যাত্রী কাজে গর্বে বুক ফুলে উঠেছে ভারতীয়দের। মধ্য গগনে হৃদরোগে আক্রান্ত যাত্রীর ২ বার প্রাণ বাঁচালেন ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক। সহযাত্রীর প্রাণ বাঁচাতে ৫ ঘণ্টা বিমানের মধ্য লড়াই চালিয়েছেন তিনি।

মধ্য গগনে প্রাণ বাঁচালেন সহযাত্রীর

মধ্য গগনে প্রাণ বাঁচালেন সহযাত্রীর

ব্রিটেন থেকে ভারত আসার সময় ১০ ঘণ্টার বিমান সফর। বিমানের এক সহযাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেনয। ৪৩ বছরের সেই যাত্রীর প্রাণ বাঁচাতে সবরকম চেষ্টা চালিয়েছেন সেই বিমানেরই আরেক যাত্রী বিশ্বরাজ ভামুলা। ভারতীয় বংশোদ্ভুত এই চিকিৎসকের সামনেই পর পর ২ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর সহযাত্রী। তাঁকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন চিকিৎসক। প্রায় ৫ ঘণ্টা ধরে চেষ্টা করে পর পর ২ বার হৃদরোগ আক্রান্ত যাত্রীর প্রাণ বাঁচালেন তিনি।

প্রশংসায় বিমান সংস্থা

প্রশংসায় বিমান সংস্থা

যে বিমানটি করে তিনি ব্রিটেন থেকে ভারতে আসছিলেন সেই বিমান সংস্থার পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই চিকিৎসক পর পর ২ বার হৃদরোগে আক্রান্ত যাত্রীর ীরর প্রাণ বাঁচিয়েছেন। চিকিৎসকের কাছে মেডিকেল কিট থাকায় একটু সুবিধা হয়েছিল। প্রায় ২ ঘণ্টা ধরে চিকিৎসকা করে সহযাত্রীর প্রাণ বাঁচিয়েছেন তিনি। তাঁকে এই কাজে সাহায্য করেছিলেন কেবিন ক্রুরাও। মাকে বেঙ্গালুরুতে পৌঁছতে আসছিলেন তিনি। ঠিক সেই সময়য় এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থার পক্ষ থেকে চিকিৎসকরে সাহায্য চাওয়া হয়েছিল। তখনই তিনি এগিয়ে আসেন।

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর কীর্তি

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর কীর্তি

কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন এক যাত্রী। সেই বিমানটি নিউ ইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল। সেসময় বিমানের মধ্যেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন অপর এক যাত্রী। মহিলা সহযাত্রীর বয়স ছিল প্রায় ৭০ বছর। মদ্যপ অবস্থায় শঙ্কর মিশ্র নামে অভিযুক্ত যাত্রী মহিলা যাত্রীর আসনের দিকে এগিয়ে যান এবং তাঁর গায়ে প্রস্রাব করে দেন। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার পক্ষ থেকেও তাৎক্ষনিকভাবে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

লুক আউট নোটিস জারি

লুক আউট নোটিস জারি

এয়ার ইন্ডিয়ার সেই যাত্রীর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। মুম্বই পুলিশ এফআইআরও দায়ের করেছে। কিন্তু যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এক মার্কিন ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট তিনি। মুম্বইয়ে শাখা অফিসের প্রধান। অভিযুক্ত যাত্রীকে অবলম্বে গ্রেফতারের দাবি উঠেছে। ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার কাছ থেকে রিপোর্ট তলব করেছে। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছে ডিজিসিএ।

'৩ দিনের মধ্যে ৪৪ জন বিচারকের নামের তালিকা পাঠানো হবে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র '৩ দিনের মধ্যে ৪৪ জন বিচারকের নামের তালিকা পাঠানো হবে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

English summary
Indian Origine Doctor save life of a passenger in Mid Air
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X