For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেজিংয়ের বুকে কাঁপুনি ধরিয়ে আন্দামানের জলসীমায় নয়া মেজাজে ভারত! চলল কোন সেনা মহড়া

  • |
Google Oneindia Bengali News

পরমাণু শক্তি সম্পন্ন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজের সঙ্গে যৌথ মহড়ায় ভারতীয় নৌসেনা। লাদাখ সীমান্তে সংঘাতের আমেজে এই খবরই বেজিং এর বুকে কাঁপুনি ধরাতে বাধ্য! মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে এই মহড়া দক্ষিণ এশিয়ার বুকে অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপও।

 মহড়া ও প্রস্তুতি পর্ব

মহড়া ও প্রস্তুতি পর্ব

আন্দামানের জলসীমার কাছে এদিন মার্কিন শক্তিধর নিমিৎজের সঙ্গে দলপথে মহড়া দেয় ভারতীয় নৌসেনা। উল্লেখ্য বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এই নিমিৎজ। এদিন এই মহড়ার হাত ধরে ভারত নিজের সেনার শক্তিও পরীক্ষা করে নেয়।

 ফ্রান্স, জাপানের পর আমেরিকা!

ফ্রান্স, জাপানের পর আমেরিকা!

১৫ জুন লাদাখে চিনের রক্তক্ষয়ী হামলার জবাব দিতে গিয়ে শহিদ হন ভারতের ২০ জন সেনা। এরপরই আন্দামানের জলসীমায় এই নৌসেনার মহড়া এশিয়ার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে শুরু করেছে। এর আগে, ফ্রান্স ও জাপানের নৌসেনার সঙ্গে একইভাবে মহড়া দিতে শুরু করে ভারত। যে জাপানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কের উন্নতি হয়নি চিনের। অন্যদিকে, ফ্রান্সও পরোক্ষে লাদাখ প্রসঙ্গে ভারতের প্রতি সমর্থন বার্তা পাঠিয়েছে।

 কেন কূটনীতির আঙিনায় এই মহড়া প্রাসঙ্গিক?

কেন কূটনীতির আঙিনায় এই মহড়া প্রাসঙ্গিক?

সারা বিশ্বে যখন করোনা সংক্রমণে জর্জরিত তখন সীমান্তে উত্তেজনা তৈরিতে ব্যস্ত চিন। তবে শুধু ভারতের লাদাখ নয়, এই সময়ে প্রায় নিয়মিত ভাবে তাইওয়ানের আকাশসীমায় নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়েছে চিন। এই আবহেই আমেরিকা প্রশান্ত মহাসাগর ও তাইওয়ান প্রণালীতে নিজেদের রণতরী মোতায়েন করেছে।

দক্ষিণ চিন সাগর ও চিন-মার্কিন দ্বন্দ্ব

দক্ষিণ চিন সাগর ও চিন-মার্কিন দ্বন্দ্ব

গোটা দক্ষিণ চিন সাগর দখল করতে চাইছে চিন। সেখানের সমস্ত দ্বীপ, ছোট ছোট 'কোরাল রিফ' সমস্ত কিছুতেই সার্বভৌমত্ব ফলানোর চেষ্টায় রয়েছে চিনয যা নিয়ে এবার সংঘাতের ময়দানে নামতে , অস্ত্রে শান দিচ্ছে আমেরিকা।

English summary
Indian naval ships exercises with USS NIMITZ near Andaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X