For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারকাখচিত বলিউডের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ছক কষেছিল ইন্ডিয়ান মুজাহিদিন

Google Oneindia Bengali News

তারকাখচিত বলিউডের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ছক কষেছিল ইন্ডিয়ান মুজাহিদিন
নয়াদিল্লি, ২৫ এপ্রিল : তারকাখচিত বলিউডের কোনও অনুষ্ঠানে আত্মঘাতী হামলার ছক কষছিল ইন্ডিয়ান মুজাহিদিন। এই কুখ্যাত জঙ্গীগোষ্ঠীর নেতা তাহসিন আখতার পুলিশি জেরার এমন চমকপ্রদ তথ্যই দিয়েছে। ইয়াসিন ভটকলের গ্রেফতারের পর তার সমস্ত কাজ সামলাচ্ছিলেন এই তহসিন ওরফে মনু। গত মাসের ২৫ তারিখ দিল্লি পুলিশের বিশেষ শাখা মনুকে গ্রেফতার করে।

বলিউডি দুনিয়ায় একটা বড় ধামাকা করতে চাইছিল এই জঙ্গী গোষ্ঠী। ইয়াসিন ভটকলের নেতৃত্বে আইএম সদস্যদের বিশ্বাস, নগ্নতা, যৌনদৃশ্য প্রদর্শন করে তরুণ ও যুবকদের ভুল পথে চালিত করছে বলিউড। কোনও এক জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে আক্রমণ করে নিজেদের বার্তা দেওয়া সম্ভব না মনে করেই তারকাসমৃদ্ধ বলিউডের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা করে বিনোদন জগতকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করাই ছিল জঙ্গী গোষ্ঠীর মূল উদ্দেশ্য। সূত্রের খবর অনুযায়ী একথা তহসিনই তদন্তকারী অফিসারদের জানিয়েছেন।

অতীতে বহু সনামধন্য তারকাই অন্ধকার জগতের মাফিয়া-ডন এমনকী জঙ্গী গোষ্ঠীর তরফেও বহু হুমকি পেয়েছেন। কিন্তু এই প্রথমবার বিনোদন জগৎকে হানি পৌছতে কোনও বড় ধরণের হামলার ছক কষছিল ইন্ডিয়ান মুজাহিদিন। আর এই তথ্যই চমকে দিয়েছে তদন্তকারী অফিসারদের। এতদিন আইএম-এর নিশানায় থাকত বিদেশীরা, পর্যটন কেন্দ্র, ধার্মিক স্থল, সরকারি প্রতিষ্ঠান, এবং জনবহুল জায়গা যেমন বাজার, শপিং মল প্রভৃতি।

হামলার পিছনে যুক্তি ছিল নগ্নতা ও যৌনতা দেখিয়ে মানুষকে ভুল পথে চালিত করছে বলিউড

সূত্রের খবর অনুযায়ী, তহসিন জানিয়েছে, এই ধরণের আত্মঘাতী হামলা ইয়াসিন প্রচণ্ডভাবে চেয়েছিল। কিন্তু ও নিজেও জানত এরম ধরণের আত্মঘাতী হামলার জন্য আমরা তৈরি ছিলাম না। আমাদের আরও যন্ত্র ও অস্ত্রের প্রয়োজন ছিল। তৈরি না হয়ে অকালে এমন হামলা করলে তা কখনওই অ৪থবহ প্রভাব ফেলতে পারবে না তা ইয়াসিনও জানত। সেই কারণেই সময় লাগছিল।

পরিকল্পনা ঠিক কত তারিখে হয়েছিল সে কখা মনে করতে না পারলেও সূত্রের মতে তহসিন জানিয়েছে, ২০১১ সালের কখনও যখনও দিল্লি ও বিহারে তাদের সদস্যদের ধরার জন্য অভিযান শুরু হয় তখনই ইয়াসিন,আসাদুল্লা আখতার, জিয়া উর রহমান এবং সে এই আত্মঘাতী হামলার পরিকল্পনা শুরু করে।

তহসিনকে গত মাসে ভারত-নেপাল সীমান্ত থেকে দিল্লি পুলিশের বিশেষ শাখা গ্রেফতার করে। বর্তমানে দিল্লি পুলিশের হেফাজতেই রয়েছে তহসিন। দিল্লি পুলিশ চাইছে আগামী কয়েকদিনের মধ্যে তহসিনকে ইয়াসিন এবং আসাদুল্লা ওরফে হাড্ডির সঙ্গে মুখোমুখি বসাতে। বর্তমানে ইয়াসিন ও হাড্ডি তিহার জেলে রয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যদিও ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষ নেতারা যেমন ইয়াসিন, হাড্ডি, তহসিন, ওয়াকাস গ্রেফতার হলেও, এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ইয়াসিন নিজের পরিকল্পনা রিয়াজ ভটকলকে এবং অন্যান্য মুক্ত সদস্যদের জানিয়ে দিয়েছে। ইয়াসিন নিজের পরিকল্পনা নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে চলে। যদিও তহসিন জানিয়েছে, বিনোদন জগতে এই হামলার পরিকল্পনা পঞ্চম কোনও ব্যক্তিকে ইয়াসিন বলেছে কি না সে তা জানে না।

English summary
Indian Mujahideen planned fidayeen attack on gathering of Bollywood stars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X