For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত লাখ চাকরি, ৬৮০০ কোটি টাকা অবদান! YouTube-এ ভারতীয় 'creators'দের আচ্ছে দিন

ভারতে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে YouTube। গত পাঁচ বছরে ব্যাপক ভাবে ইউজার বেড়েছে YouTube-এর। তথ্য বলছে এই মুহূর্তে ভারতে YouTube-এর ৪৬ কোটির বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

YouTube Creators Annually Contributing In GDP: ভারতে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে YouTube। গত পাঁচ বছরে ব্যাপক ভাবে ইউজার বেড়েছে YouTube-এর। তথ্য বলছে এই মুহূর্তে ভারতে YouTube-এর ৪৬ কোটির বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে।

শুধু তাই নয়, ইউটিউব নতুন প্রজন্মের কাছে রোজগারের রাস্তা খুলে দিচ্চে। বহু যুবক YouTube-এ নানা ধরণের ভিডিও বানিয়ে মোটা অঙ্কের রোজগার করছে। তা সে রান্নার ভিডিও হোক কিংবা খাওয়ার! মানুষ তাঁদের প্রতিভাকে কাজে লাগিয়ে নানা ধরণের ভিডিও বানাচ্ছেন। আর সেই ভিডিও হাজার হাজার মানুষ দেখছেন। আর তা থেকেই মোটা অঙ্কের রোজগার হচ্ছে। এমনকি অনেকেই আছেন যারা চাকরি ছেড়ে এই কাজ করছেন। আর সেখানে দাঁড়িয়ে ক্রিয়েটার্সদের জন্যে আচ্ছে খবর।

প্রত্যেক বছর চাকরি দিচ্ছে YouTube-

প্রত্যেক বছর চাকরি দিচ্ছে YouTube-

আপনি কি জানেন প্রত্যেক বছর YouTube লাখ চাকরির রাস্তা করে দিচ্ছে। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। শুধু তাই নয়, ভারতীয় ইউটিউব ক্রিয়েটার্স অর্থাৎ যারা ভিডিও বানান তাঁরা ভারতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখেন। তথ্য বলছে, YouTube ক্রিয়েটার্সরা দেশের জিডিপিতে 6800 কোটি টাকা অবদান রাখে। এমনকি যতগুলি ইউটিউব চ্যানেল খুলছে তাতে চাকরির সংখ্যাও বাড়ছে বলে দাবি করা হচ্ছে। আর সেই মতো প্রত্যেক বছর ইউটিউব থেকে দেশে সাত লাখ চাকরি তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে।

6800 কোটি টাকার অবদান-

6800 কোটি টাকার অবদান-

YouTube-এর চিফ প্রোডাক্ট অফিসার এবং গুগলের এসভিপি নীল মোহন এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। সম্প্রতি CyFy 2022 ভার্চুয়ালের মাধ্যমে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নীল মোহন বলেন, ভারতে YouTube ক্রিয়েটার্সরা দেশের অর্থনীতিকে চাঙ্গা কর‍তে সাহায্য করছে। প্রত্যেক বছর 6800 কোটি টাকার অবদান রয়েছে বলেও দাবি গুগল কর্তার। এমনকি কীভাবে কর্মসংস্থানে কাজ করছে এই সোশ্যাল জায়েন্ট তা নিয়েও তথ্য দেন নীল মোহন।

প্ল্যাটফর্মটি নিরাপদ মাধ্যম

প্ল্যাটফর্মটি নিরাপদ মাধ্যম

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নীল মোহন আরও জানিয়েছেন, ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে সমস্ত ধরণের ব্যবসা করা যায়। বিশেষ করে ছোট ব্যবসা করা যায়। বিজ্ঞাপন দারা মিডিয়া প্ল্যাটফর্ম হওয়ার কারণে সবার এই সুবিধা পান বলেও জানিয়েছেন YouTube-এর চিফ প্রোডাক্ট অফিসার। ওই সম্মেলনে অংশ নিয়ে তাঁর আরও দাবি, কন্টেন্ট যারা বানাচ্ছেন এবং ব্যবহারকারী উভয়ের জন্য প্ল্যাটফর্মটি নিরাপদ মাধ্যম বলেও জানিয়েছেন নীল। একই সঙ্গে বিভিন্ন টুলের কথাও তুলে ধরেছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, ভারতে বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স। অনেকেই পেশা হিসাবে তা বেছে নিচ্ছেন। এমনকি মোটা অঙ্কের রোজগারও করছেন তাঁরা ।

English summary
Indian creators huge income, you tube gives details of 7 lakh jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X