For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শতাব্দির সেরা সেতার বাদক' বুধাদিত্য পেলেন পদ্মভূষণ সম্মান

বাংলার প্রসিদ্ধ সেতার বাদক বুধাদিত্য মুখোপাধ্যায়কে শুক্রবার পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। ক্লাসিক্যাল সেতার ও সুরবাহার শিল্পী ইমদাদখনি ঘরানাকে ওপরে তুলে ধরেছেন।

  • |
Google Oneindia Bengali News

বাংলার প্রসিদ্ধ সেতার বাদক বুধাদিত্য মুখোপাধ্যায়কে শুক্রবার পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। ক্লাসিক্যাল সেতার ও সুরবাহার শিল্পী ইমদাদখনি ঘরানাকে ওপরে তুলে ধরেছেন।

শতাব্দির সেরা সেতার বাদক বুধাদিত্য পেলেন পদ্মভূষণ সম্মান

তাঁর অসাধারণ শিল্পসত্ত্বার বলে তিনি প্রথম শিল্পী হিসাবে লন্ডনের হাউস অব কমন্সে সেতার বাজান। তাঁকে শতাব্দীর সেরা সেতার বাদক হিসাবে ডাকা হয়। এই নামটি ভালোবেসে দিয়েছেন বালাচান্দের।

১৯৭০ এর পর থেকেই শুধু দেশে নয় বিদেশের বহু জায়গায় কনসার্ট করে চলেছেন তিনি। আমেরিকা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপের প্রায় সমস্ত দেশে নিজের সেতারের মাধ্যমে দর্শককে সম্মোহিত করেছেন তিনি।

১৯৫৫ সালে ভিলাইয়ে জন্ম বুধাদিত্যের। তাঁর পিতা আচার্য পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায় শুধু সেতার নয়, সরোদ, সুরবাহার, বিন, সারঙ্গী বাজানোয় পারদর্শী ছিলেন।

সত্তরের দশকে বিখ্যাত পরিচালক সত্যজিত রায়ের সংস্পর্শে আসার পরই জীবন পাল্টে যায়। তারপরই অল ইন্ডিয়া রেডিওয় সুযোগ পান এবং ক্রমেই পরিচিত নাম হয়ে ওঠেন।

English summary
Indian classical sitar artist Pandit Budhaditya Mukherjee confered Padma Bhushan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X