For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Republic Day-তে স্বদেশীয়ানার বার্তা দেবে ভারতীয় সেনা! প্রদর্শিত হবে 'মেক ইন ইন্ডিয়া'র উপকরণ

সামনেই প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য রেখে এবার অভিনব ভাবনা ভারতীয় সেনার। একেবারে ভারতের মাটিতে তৈরি সমরাস্ত্র দেখানো হবে প্যারেডে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই প্রজাতন্ত্র দিবস! আর তার আগে সেজে উঠেছে গোটা দেশ। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক বছর কিছু না কিছু প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়া ব্যবস্থা করা হয়ে থাকে। তবে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্বদেশীর বার্তা দিতে দেখা যাবে ভারতীয় সেনাকে। ক্ষমতায় আসার পরেই বিদেশ নয়, 'মেক ইন ইন্ডিয়া'র উপর গুরুত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার বিশ্বের সামনে স্বদেশীর বার্তা ভারতীয় সেনাকে দিতে দেখা যাবে।

প্যারেডে স্বদেশীর বার্তা দেবে ভারতীয় সেনা

ভাবছেন তো বিষয়টি কি! ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় সেনার তরফে বিস্তারিত জানানো হয়েছে। সেনার তরফে এক বার্তায় জানানো হয়েছে এবার প্যারডে এবার যে সমস্ত উপকরণ দেখানো হবে তা সবগুলোই 'মেড ইন ইন্ডিয়া' হবে। এমনকি ভারতে তৈরি 105 মিমি ভারতীয় ফিল্ড গান (Indian Field Guns) দিয়েই ২১টি তোপ স্যালুটও দেওয়া হবে। এমনকি সেনা-জওয়ানদের ব্যবহারের জন্যে তৈরি গোলা-বারুদও একেবারে দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি। আর সেটাই গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে বলে টুইট সেনাবাহিনীর তরফে।

প্যারোডে মিশরের সশস্ত্র বাহিনীকে দেখা যাবে

অন্যদিকে এবার প্রজাতন্ত্র দিবসে বেশ কিছু নতুন জিনিস দেখা যেতে পারে। এবার প্যারোডে মিশরের সশস্ত্র বাহিনীকে দেখা যাবে। সে দেশের ১২০ জন দিল্লির কর্তব্যপথে তাঁদের শক্তিপ্রদর্শন করবেন বলেই খবর। ইতিমধ্যে মিশরের বাহিনী ভারতে চলে এসেছে। এবং ভারতীয় সেনার সঙ্গে পা মিলিয়ে প্যারোডে অংশ নিয়েছে। অন্যদিকে এই প্রথম ভারতীয় বিমানবাহিনীর গড়ুর ফোর্সকে দেখা যাবে শক্তি প্রদর্শন করতে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্তত ২৩ টি যুদ্ধবিমানের কেসারত দেখা যাবে

অন্তত ২৩ টি যুদ্ধবিমানের কেসারত দেখা যাবে

অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্স একেবারে পূর্ণশক্তিতে প্যারোডে অংশ নেবে। থাকছে অন্তত ৫০ টি বিমান এবং হেলিকপ্টার। এর মধ্যে হারকিউলিস সহ অন্তত ২৩ যুদ্ধবিমান মাঝ আকাশে তাঁদের কেসারত দেখাবে বলেই জানা গিয়েছে। এছাড়াও দেশের একাধিক ফোর্স নিজেদের শক্তি গোটা বিশ্বের সামনে তুলে ধরবে বলেই খবর।

থাকবে বাংলা ট্যাবলো

থাকবে বাংলা ট্যাবলো

অন্যদিকে দীর্ঘদিন পর দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলকে। সরকার জানিয়েছে, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে মোট ২৩ টি ট্যাবলো দেখা যাবে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। যার মধ্যে গুরুত্বপূর্ণ বাংলার ট্যাবলো। এছাড়াও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। যাদের নাম শ্রমযোগী দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গতবারও এই সমস্ত শ্রমযোগীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও তাঁরা থাকবেন বলেই খবর।

সংখ্যলঘুদের সিএএ ভীতি কাটাতে চায় বিজেপি! পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রচার শুরুসংখ্যলঘুদের সিএএ ভীতি কাটাতে চায় বিজেপি! পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রচার শুরু

English summary
Indian Army will display all made in India Equipments in 26th January rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X