For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের, ৭ অনুপ্রবেশকারীকে নিকেশ ভারতীয় সেনার

ফের একবার উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর সীমান্ত এলাকা। দিন দুয়েক আগেই কাশ্মীরে ১০ হাজার সেনা পাঠানো হয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর সারা দেশে হৈচৈ পড়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর সীমান্ত এলাকা। দিন দুয়েক আগেই কাশ্মীরে ১০ হাজার সেনা পাঠানো হয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর সারা দেশে হৈচৈ পড়ে যায়। সেই ঘটনার পর ফের একবার শুক্রবার ২৮ হাজার সেনা পাঠিয়েছে কেন্দ্র। ফলে যেকোনও রকম গোলমালের আশঙ্কা রয়েছে তা আন্দাজ করা গিয়েছিল। পরে খবর আসে অমরনাথের তীর্থযাত্রায় সীমান্তের ওপারে পাকিস্তান থেকে হামলা হতে পারে।

৭ অনুপ্রবেশকারীকে নিকেশ ভারতীয় সেনার

সেই চেষ্টা হয়েছিল। তবে ভারতীয় সেনা চূড়ান্ত দক্ষতায় তা আটকে দিয়েছে। সেনা জানায় জঙ্গিদের পাশাপাশি পাকিস্তানি সেনা এই হামলার পেছনে কলকাঠি নাড়ছে। এদিন ফের একবার সেনা তরফ বিবৃতিতে জানানো হয়েছে গত ৩১ জুলাই কাশ্মীরের কেরান সেক্টরে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের হামলার চেষ্টা রুখে দেওয়া গিয়েছে।

একেবারে সীমান্তে পাকিস্তানের সেনা অনুপ্রবেশ চেষ্টা করে। ভারতীয় সেনারা তা শুধু আটকে দেয়নি সঙ্গে ৫ থেকে ৭ জন অনুপ্রবেশকারীকে সীমান্তেই নিকেশ করেছে বলে সেনা মুখপাত্র জানিয়েছেন। এ বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পরে এত বড় ঘটনা সাম্প্রতিক সময়ে আর ঘটেনি। যেখানে পাকিস্তানি সেনার সদস্য অনুপ্রবেশকারীকে ভারতীয় সেনারা শুধু আটকে দেওয়া নয় তাদের নিকেশ করেছে।

সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, বর্ডার অ্যাকশন টিম পাকিস্তানি সেনার ছোট একটি ইউনিট। সেদেশের সেনা ও জঙ্গিদের নিয়ে এটি গঠিত হয়। এবং তারাই সীমান্তে নানা ধরনের কার্যকলাপ করে। সীমন্তপার সন্ত্রাস থেকে শুরু করে অনুপ্রবেশের চেষ্টা, জঙ্গিদের গার্ড করে ভারতীয় সীমান্ত পার করানো ইত্যাদি নানা কাজ করে।

পুলওয়ামা হামলার পরে ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোট সহ তিনটি জায়গায় এয়ার স্ট্রাইক করে। বহু জঙ্গিকে নিকেশ করে। তারপর কিছুদিন সীমান্তে জঙ্গিরা অনুপ্রবেশের সাহস পায়নি। ফের একবার অমরনাথ যাত্রার সময় কাশ্মীর উপত্যকাকে অশান্ত করার প্রচেষ্টা শুরু হয়েছে। যার ফলে ভারতীয় সেনা কাশ্মীরে আরও বেশি করে পাঠানো হয়েছে বলেও কেন্দ্রায় সূত্রে জানা গিয়েছে। কারণ যে কোনও সময় হামলার আশঙ্কা রয়েছে। তার রুখতেই প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে।

English summary
Indian Army stops Pakistan BAT team infiltration in Kashmir's Keran sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X