For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিহানার আশঙ্কায় এয়ারলিফ্ট করে সরানো হল ৬১২৬ জন অমরনাথ যাত্রীকে

জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীর উপত্যকা থেকে যুদ্ধকালীন তৎপরতায় সরানো হল অমরনাথ যাত্রীদের। আগেই নির্দেশ জারি করেছিল সরকার।

Google Oneindia Bengali News

জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীর উপত্যকা থেকে যুদ্ধকালীন তৎপরতায় সরানো হল অমরনাথ যাত্রীদের। আগেই নির্দেশ জারি করেছিল সরকার। তারপর শনিবার যুদ্ধকালীন তৎপরতায় ৬১২৬ জনকে সরানো হয়। এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, এয়ারলিফটিং করে অনেককে সরিয়ে আনা হয়েছে। কারণ ভারত মনে করছে, যে কোনও সময়ে জঙ্গি হামলা হতে পারে।

শনিবার রাতেই ভারত সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। এমন সাত সেনাকে ইতিমধ্যেই ভারতীয় সেনা নিকেশ করেছে বলে খবরে প্রকাশ। ইতিমধ্যে ছবিও প্রকাশ করা হয়েছে পাক সেনা নিধনের। এই ঘটনাকে ভারতীয় সেনার বিশেষ সাফল্য বলেই মনে করা হচ্ছে।

জঙ্গিহানার আশঙ্কা, এয়ারলিফ্টে সরানো হল ৬১২৬ জনকে

জঙ্গি হামলা তথা পাক হামলার গোপন খবর পেয়েই অমরনাথ যাত্রা মাঝপথে রদ করে দেওয়া হয়। কাশ্মীর থেকে এক সপ্তাহের মধ্যে ৬১২৬ জনকে সরিয়ে আনা হয়েছে। আধাসেনা মোতায়েন করা হয়েছে ৩৫ হাজার। ভারত তৈরি যে কোনও সন্ত্রাসবাদ মোকাবিলায়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩২টি বিমানে অমরনাথের ৫৮২৯ জন পুণ্যার্থী ও পর্যটকদের ফেরানো হয়েছে। বায়ুসেনার বিমানেও এয়ারলিফটিং করে আনা হয়েছে ৩৮৭ জনকে। কাশ্মীর উপত্যকা থেকে তাঁদের জম্মু, পাঠানকোট, হিন্দেন বায়ুসেনা ঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়েছে।

English summary
Indian Air Force removes 6126 Amarnath Yatra pilgrims out of the Kashmir Valley.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X