For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রবল হানার মাঝে ভারতে আজ থেকে শুরু 'টিকা উৎসব', ভ্যাকসিনেশনে নয়া রেকর্ড দেশের

  • |
Google Oneindia Bengali News

দেশে প্রবল করোনা আক্রান্তের ঘটনার জেরে কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে উদ্বেগ আতঙ্ক। এরই মাঝে দেশে ভ্যাকসিনেশন নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আজ থেকে দেশজুড়ে শুরু হয়ে গেল 'টিকা উৎসব'। ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই টিকা উৎসব। যাতে দেশের বেশিরভাগ মানুষকে করোনা টিকা দেওয়া যায়।

 মোদীর বার্তা

মোদীর বার্তা

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের এই টিকা উৎসব নিয়ে গত বৈঠকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাতে দেশে এই দফার টিকায় যোগ্য ব্যক্তিরা করোনা টিকা পান আর টিকাকরণ বেশি মাত্রায় হয়, তার জন্য এমন উদ্যোগ নরেন্দ্র মোদীর। যাতে ভ্যাকসিন নষ্ট না হয়, তার চেষ্টাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ করানোর ডাক দিয়েছে কেন্দ্র।

টিকাকরণে নয়া রেকর্ড ভারতের

টিকাকরণে নয়া রেকর্ড ভারতের

বিশ্বে ৮৫ দিনে সর্বাধিক টিকাকরণের রেকর্ড ধরে রাখল ভারত। জানা গিয়েছে, ৮৫ দিনে দেশ ১০০ মিলিয়ন মানুষকে ভারত টিকা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ৯২.০৯ মিলিয়ন মানুষকে ৮৫ দিনে ভ্যাকসিন দিতে পেরেছে। চিন ৬১.৪২ মিলিয়ন মানুষকে ৮৫ দিনে টিকা দিয়েছে। ইউকে ২১.৩২ মিলিয়ন টিকা দিয়েছে এই নির্দিষ্ট সময়ে। তুরস্কে ৮৫ দিনে ১৭.৭০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন?

কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন?

আরোগ্য সেতু , কোউইন অ্যাপে রেজিস্ট্রেশান করিয়ে ভারতের নাগরিকরা এর মাধ্যমে একটি নির্দিষ্ট দিনের অ্যাপোয়েন্টমেন্ট মিলবে। সেই দিন হবে সংশ্লিষ্ট ব্যক্তির টিকাকরণ । আর ১১ থেকে ১৪ তারিখের সময়ে বিশেষ বন্দোবস্তের হাত ধরে টিকাকরণ দেশে সর্বাধিক করানোর চেষ্টা চলছে।

 কমতি নেই ভ্যাকসিনের

কমতি নেই ভ্যাকসিনের

বহু ক্ষেত্রে দাবি করা হচ্ছিল যে ভ্যাকসিনের কমতি রয়েছে দেশে। এমন এক পরিস্থিতিতে কেন্দ্র সাফ জানিয়েছে যে ভ্যাকসিনের কমতি নেই। বহু রাজ্য সঠিক পথে যোগ্যদের ভ্যাকসিন দিয়ে উঠতে পারেনি বলে দাবি কেন্দ্রের। আর তা থেকেই জটিলতা তৈরি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা।ভোটের বাংলায় শহরতলির জেলাগুলিতে শুধুই উদ্বেগ। এখন ভোট শেষ করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮৭।

English summary
India's Vaccination Program Tika Utsav to kick start from today ,country sets news record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X