For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুলে নেওয়া হয় মঙ্গলসুত্র-টিপ-চুড়ি, কুলভূষণের মা ও স্ত্রীয়ের সঙ্গে যা করেছে পাকিস্তান

সোমবার এই সাক্ষাৎকার হয় পাকিস্তানের বিদেশমন্ত্রকের দফতরে। যে সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান নিজেদের নরম মনোভাবের দিকটি গর্বের সঙ্গে মিডিয়ার কাছে তুলে ধরে। কিন্তু পাকিস্তানের সেই গর্বে আবারও লাগলো দাগ।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ২১ মাস বাদে একবার শুধু চোখের দেখা। দু'পক্ষের দেখা হওয়া, কথা বলার মাঝে দাঁড়িয়ে ছিল এক কাচের দেওয়াল। আর কন্ঠস্বর ভেসে আসছিল ইন্টারকমের দ্বারা। পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মী কুলভূষণ যাদবের সঙ্গে এভাবেই দেখা করতে হয় তাঁর মা ও স্ত্রীকে।

সোমবার এই সাক্ষাৎকার হয় পাকিস্তানের বিদেশমন্ত্রকের দফতরে। যে সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান নিজেদের নরম মনোভাবের দিকটি গর্বের সঙ্গে মিডিয়ার কাছে তুলে ধরে। কিন্তু পাকিস্তানের সেই গর্বে আবারও লাগলো দাগ।

নয়াদিল্লির প্রতিক্রিয়া

নয়াদিল্লির প্রতিক্রিয়া

পাকিস্তান থেকে ফিরে এসে কুলভূষণ যাদবের মা ও স্ত্রী মঙ্গলবার দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এরপরই ভারতীয় বিদেশমন্ত্রক সামনে আনে এক বিস্ফোরক তথ্য। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেভাবে কুলভূষণের সঙ্গে তার মা ও স্ত্রীর সাক্ষাৎ আয়োজন করা হয়েছিল তা দু'দেশের বোঝাপড়ায় হাতাশাজনক প্রভাব ফেলবে। উল্লেখ্য়, কূটনৈতিকতা বজায় রেখে ভারত এর আগে জানিয়েছিল, কোনও ভাবেই যেন এই সাক্ষাৎকারের সময়ে কুলভূষণের স্ত্রী ও মায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে আঘাত না করা হয়। আর ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে ইসলামাবাদ।

যা করেছে পাকিস্তান

যা করেছে পাকিস্তান

কুলভূষণের মা ও স্ত্রীকে খুলে নিতে বলা হয় মঙ্গলসূত্র, টিপ, জুতো,চুড়ি। শুধু তাই নয়, পোশাকও পাল্টে নিয়ে তবেই কুলভূষণের সঙ্গে দেখা করতে বলা হয় তাঁদের। নিরাপত্তার কারণে এই পদক্ষেপ বলে জানায় পাকিস্তান। এরপর ফেরত দেওয়া হয়নি কুলভূষণের স্ত্রীর জুতো। এছাড়াও মায়ের সঙ্গে কুলভূষণের কথোপোকথনের মধ্যে বার বার বাধা দেয় পাকিস্তান। কুলভূষণের মাকে তাঁর মাতৃভাষা মারাঠিতে কথা বলতে বারন করা হয়। শেষে আর ওই ভাষাতে কথাই বলতে দেওয়া হয়নি কুলভূষণের মা অবন্তীদেবীকে।

ক্ষুব্ধ বিদেশমন্ত্রক

ক্ষুব্ধ বিদেশমন্ত্রক

গোটা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত সরকারের বিদেশমন্ত্রক। দিল্লি এই নিয়ে যে একেবারেই নরম মনোভাব দেখাবেনা তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তান যা জানায়

এর আগে পাকিস্তান যা জানায়

এর আগে, পাকিস্তানের বিদেশমন্ত্রী খওজা আসিফ জানিয়েছিলেন, কুলভূষণের সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের সময় উপস্থিত থাকতে পারবেন ভারতীয় রাষ্ট্রদূতাবাসের কর্মীরা। সেইসঙ্গে ভারতকে কার্যত কটাক্ষের সুরে আসিফ জানান, ' পাকিস্তানের জায়গায় ভারত থাকলে এই সাক্ষাতের অনুমতি দিত না।' যদিও নয়াদিল্লি এই সাক্ষাৎকে রাষ্ট্রদূতের সঙ্গে কুলভূষণের বিশেষ সাক্ষাৎ হিসাবে দেখেনি না।

English summary
India reacted strongly to the way Pakistan government conducted the meeting between jailed Indian Kulbhushan Jadhav and his wife and mother.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X