For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Omicron in India: সারা ভারতে এই মুহূর্তে ওমিক্রনের কোন ভ্যারিয়েন্টের দাপাদাপি, রিপোর্ট INSACOG-এর

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং তার সাব লিনিয়েজগুলিই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে সাব লিনিয়েজগুলির মধ্যে সব থেকে বেশি বিস্তার লাভ করেছে এক্সবিবি ভ্যারিয়েন্ট। ভারতে কোভিডের জন্য তৈরি জিনোমিক কনসোর্টিয়ামের রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং তার সাব লিনিয়েজগুলিই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে সাব লিনিয়েজগুলির মধ্যে সব থেকে বেশি বিস্তার লাভ করেছে এক্সবিবি ভ্যারিয়েন্ট। ভারতে কোভিডের জন্য তৈরি জিনোমিক কনসোর্টিয়ামের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।

Omicron in India: সারা ভারতে এই মুহূর্তে ওমিক্রনের কোন ভ্যারিয়েন্টের দাপাদাপি, রিপোর্ট INSACOG-এর

ভারতের সার্স কভ-২-এর জিনোমিক কনসোর্টিয়াম INSACOG-র তরফে জানানো হয়েছে, দেশে BA.2.75 এবং BA.2.10 বিস্তার লাভ করলেও, এক্সবিবি ভ্যারিয়েন্টের তুলনায় কম। রিপোর্টে বলা হয়েছে উত্তর-পূর্ব ভারতে BA.2.75 সাব লিনিয়েজ বেশি পাওয়া গেলেও, রোগের তীব্রতা কিংবা হাসপাতালে ভর্তি বৃদ্ধির লক্ষ্য করা যায়নি।
অন্যদিকে দেশের উত্তরাংশে যেখানে XBB-র সংক্রমণ বেশি ছিল, পূর্বে ছিল BA.2.75-এর সংক্রমণ। তবে BA.2.10 এবং ওমিক্রনের অন্য সাব লিনিয়েজের সংক্রমণ গত সপ্তাহে কম ছিল। এই সময় রোগের তীব্রতা কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যায় বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।

INSACOG-র তরফে বলা হয়েছে, ওমিক্রনের পাশাপাশি এর সাব লিনিয়েজগুলির প্রভাব অখুণ্ণ রয়েছে। সাম্প্রতিক সময়ে যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে এক্সবিবি ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৬৩.২ শতাংশের মতো। তবে ৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত যে বুলেটিনের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই সময় দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৫০০ নিচে। এখনই সেই পরিস্থিতিই বজায় রয়েছে।

INSACOG-র রিপোর্টে বলা হয়েছে, দেশে BA.2.75-এ আক্রান্ত প্রায় ৪৬.৫ শতাংশ এবং XBB-তে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৩৫.৮ শতাংশের মতো। তবে জিনোমিক কনসোর্টিয়াম XBB এবং XBB.1-এর আক্রান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গার সেন্টিনাল সার্ভে এবং ভারতে আগত আন্তর্জাতিক যাত্রীদের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে পাওয়া কোভিডের জিনোমিক রিপোর্টের ওপর নজরদারি চালাচ্ছে INSACOG। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকার মতো বেশ কিছু দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে ভারতেও নজরদারি বাড়ানো হয়েছে।

মমতার সত্যে বিড়ম্বনা! দেশ বিরোধী কাজের অনুপ্রেরণা বাংলা থেকে, বন্দে ভারতে পাথর ছোঁড়া নিয়ে বিস্ফোরক দিলীপমমতার সত্যে বিড়ম্বনা! দেশ বিরোধী কাজের অনুপ্রেরণা বাংলা থেকে, বন্দে ভারতে পাথর ছোঁড়া নিয়ে বিস্ফোরক দিলীপ

English summary
India's Genomics Consortium report says Omicron's XBB Covid variant spread across India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X