For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে 'দুর্নীতি ধারণা সূচক'-এর তালিকায় ভারত কততম স্থান দখল করে রয়েছে! একনজরে কিছু তথ্য

বিশ্বে 'দুর্নীতি সম্পর্কে ধারণা সূচক'-এর তালিকায় ভারত কততম স্থান দখল করে রয়েছে! একনজরে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। আর সমীক্ষা চলেছে 'করাপশন পারসেপশন ইন্ডেক্স' এর প্রেক্ষাপটে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফে এই সমীক্ষা একাধিক তথ্য জানিয়েছে দুর্নীতি সম্পর্কে। আর সেই তথ্যেই উটে এসেছে বিশ্বের নিরিখে ভারত 'দুর্নীতি ধারণা সূচক' এ কোথায় রয়েছে।

কোন দেশ রয়েছে সবচেয়ে আগে?

কোন দেশ রয়েছে সবচেয়ে আগে?

দুর্নীতির ধারণার সূচকের তালিকায় সবচেয়ে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। তারপরই ফিনল্যান্ড , সিঙ্গাপুর, সুইডেন , সুইজারল্যান্ড জায়গা করে নিয়েছে। এছাড়াও তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে নরওয়ে, নেদারল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ।

ভারত কততম স্থানে রয়েছে?

ভারত কততম স্থানে রয়েছে?

দুর্নীতি সম্পর্কে ধারনার সূচকের তালিকায় স্কোরবোর্ডে ৪১ নিয়ে ভারত রয়েছে ৮০ তম স্থানে। এই একই স্থানে রয়েছে চিন, বেনিন, ঘানা, মোরোক্কো। অন্যদিকে, ভারত যেখানে এই তালিকায় ৮০ তম স্থানে রয়েছে ১৮০ টি দেশের মধ্যে, সেখানে পাকিস্তান রয়েছে ১২০ নম্বর স্থানে।

 দুর্নীতি ও রাজনীতি প্রসঙ্গ সমীক্ষার বিশ্লেষণে

দুর্নীতি ও রাজনীতি প্রসঙ্গ সমীক্ষার বিশ্লেষণে

দুর্নীতি সংক্রান্ত এই সমীক্ষার বিশ্লেষণ বলছে, যে সমস্ত দেশে নির্বাচনের প্রেক্ষিতে বড় অংশের টাকা ঘোরাফেরা করে বাজারে,সেখানেই শুরু হয় দুর্নীতি। সেখানে সরকার অভিজাত শ্রেণির প্রতি বেশি ঝুঁকে থাকে। ফলে দুর্নীতি এ স্বজব পোষণ দানা বাঁধে সেখানেই। ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশে সিদ্ধান্ত গ্রহণের মতো প্রশাসনিক বিষয়ে আর্থিক আদান প্রদান ও ব্যবসায়ীদের প্রভাব একটি বড় দিক দুর্নীতির ক্ষেত্রে।

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের আবহে অসমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশনাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের আবহে অসমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

English summary
India Ranked 80th in Corruption Perception Index.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X