For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন 'মিসাইল ম্যান' : কে কী বলছেন!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ জুলাই : চলে গেলেন 'মিসাইল ম্যান' এপিজে আব্দুল কালাম। কালাম সাহেবকে শুধু যে বিজ্ঞানের জগতে তাঁর অসামান্য অবদানের জন্য মানুষ মনে রাখবে তা নয়। তিনি, সাধারণ মানুষের রাষ্ট্রপতি হিসাবেও জনপ্রিয় ছিলেন। [আজ দিল্লিতে আনা হবে ভারতরত্ন কালামের মরদেহ, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী]

সোমবার সন্ধ্যাবেলায়, আইআইএম শিলং-এ ভাষণ দেওয়ার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে চিরনিদ্রায় মিসাইল ম্যান।

ভারতরত্ন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বৈজ্ঞানিকের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এখঝলকে দেখে নেওয়া যাক কে কী বলছেন।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

বিজ্ঞান এবং অভিনবত্বের প্রতি তাঁর কর্মোচ্ছাসের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ভারতরত্ন ও সাধারণ মানুষের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি ডঃ আব্দুল কালাম সাধারণ মানুষের রাষ্ট্রপতি বলে পরিচিত ছিলেন চিরকাল, মৃত্যুর পরেও সেভাবেই তাঁকে স্মরণ করা হবে।

উপ রাষ্ট্রপতি, মহম্মদ হামিদ আনসারি

উপ রাষ্ট্রপতি, মহম্মদ হামিদ আনসারি

দেশের প্রতি কালামের অবদান, প্রযুক্তি বিষয়ে তার কর্মক্ষমতা, একজন শিক্ষক এবং নেতা হিসাবে কৃতজ্ঞ দেশ তাঁকে চিরকাল মনে রাখবে।

প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী

ডঃ কালাম একটি পথপ্রদর্শক আলো ছিলেন, যাঁর কাজের জন্য তাঁকে চিরকাল স্মরণ করা হবে। তিনি একজন মহান বৈজ্ঞানিক ছিলেন, যিনি বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে এমনকী মহাকাশ বিজ্ঞানেও অসামান্য অবদান রেখে গিয়েছেন, আমি একজন মার্গদর্শককে হারালাম। তিনি গোটা দেশের কাছে অনুপ্রেরণা, বিশে করে যুব সমাজের কাছে। এমনকী নিজের শেষ দিনেও তিনি যুব সমাজের সঙ্গেই যুক্ত ছিলেন।

লোকসভা স্পিকার, সুমিত্রা মহাজন

লোকসভা স্পিকার, সুমিত্রা মহাজন

কালামের মৃত্যুর সঙ্গে দেশ এমন একজন নেতাকে হারাল যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন একইসঙ্গে বুদ্ধিজীবীও ছিলেন। একজন মহান দেশপ্রেম, বিজ্ঞানী এবং চিন্তাশীল ব্যক্তি ছিলেন। তিনি এমনকী অফিস ছাড়ার পরও সক্রিয় ছিলেন এবং মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ছিলেন এবং থাকবেন।

অরুণ জেটলি

অরুণ জেটলি

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুতে আমি দুঃখিত। আমরা একজন আদর্শ নাগরিককে হারালাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

ডঃ এপিজে আব্দুল কালাম সাধারণ মানুষের রাষ্ট্রপতি ছিলেন, ওঁকে আমি শ্রদ্ধার্পণ করি।

রাজনাথ সিং

রাজনাথ সিং

ডঃ কালামের মৃত্যু এই দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একটি শূন্যস্থান তৈরি করে গিয়েছেন যা পূর্ণ করা কঠিন। আমি গভীর ভাবে শোকাহত। কালাম সাহেবের আত্মার শান্তি কামনা করি।

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

দেশ ও বিদেশের লক্ষ লক্ষ মানুষকে ডঃ কালাম অনুপ্রাণিত করেছেন, এমনকী নিজের শেষ নিঃশ্বাসের আগের মুহূর্ত পর্যন্তও আইআইএম শিলংয়ে পড়ুয়া মধ্যে নয়া উদ্দম জাগানোর কাজ করছিলেন। গোটা দেশের সঙ্গে ইন্ডিয়ান ন্য়াশনাল কংগ্রেস সহানুভূতি জানায়।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

নিজের স্বভাবের উষ্ণতা এবং জ্ঞান দিয়ে দেশের লক্ষ লক্ষ হৃদয় এবং মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

 আন্না হাজারে

আন্না হাজারে

কালামের মৃত্যুতে আমি শোকাহত। ওঁর চলে যাওয়াটা দেশের অপূরণীয় ক্ষতি। উনি আমার অনুপ্রেরণা ছিলেন, এবং যুব সমাজের পথপ্রদর্শক।

শচীন তেণ্ডুলকর

শচীন তেণ্ডুলকর

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, নামি বিজ্ঞানী, সবার অনুপ্রেরণা, দুর্দান্ত মানুষের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ওঁর আত্মার শান্তি কামনা করি।

লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

এইমাত্রে প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন এপিজে আব্দুল কালামের মৃত্যুর খবর পেলাম। এই সংবাদে আমি শোকাহত। ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব ভালভাবে চিনি। তিনি একজন মহান বিজ্ঞানী, একজন বড় মাপের মানুষ ও ভাল কবি ছিলেন। আমি ওঁনাকে শ্রদ্ধা জানাই। উনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।

এ আর রহমান

এ আর রহমান

ডঃ কালাম, যখন আপনি রাষ্ট্রপতি হলেন, তখন ভারতীয়দের আশার একটা নতুন মানে উপহার দিয়েছিলেন আপনি। আজ আমরা এমন একজন বড় মাপের নেতাকে হারালাম যিনি আমাদের যুব সমাজের মনন ও চিন্তাকে অনুপ্রাণিত করেছিল, এবং বুঝিয়েছিল এই বিশ্বের একটা দারুণ দেশে আমরা বসবাস করি, প্রত্যেকে অনেক বড়কিছু জয় করতে পারে। আপনার আত্মার স্বর্গোপলব্ধি হোক।

কেশরীনাথ ত্রিপাঠী, বিহার-পশ্চিমবঙ্গ রাজ্যপাল

কেশরীনাথ ত্রিপাঠী, বিহার-পশ্চিমবঙ্গ রাজ্যপাল

মানবতার বার্তাবহক ছিলেন কালাম, একজন অসামান্য ব্যক্তিত্ব। তিনি একজন বিজ্ঞানী-রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর পরলোকগমন একটা বিশাল শূন্যস্থান সৃষ্টি করে দিয়েছে। যাদের প্রতি নিজের ভালবাসা উজার করে দিয়েছিলেন কালাম সেই তরুণ সমাজ তাঁর অভাব প্রচন্ডভাবে বোধ করবে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিক।

নীতিশ কুমার

নীতিশ কুমার

ডঃ কালামের মৃত্যু আমার কাছে ব্যক্তিগতভাবে বড় হারানো। ডঃ কালান একজন অসাধারণ বিজ্ঞানী এবং নামি সমাজকর্মী। আমার অনুরোধে তিনি একাধিকবার বিহারে এসেছিলেন এবং রাজ্যে উন্নয়নে বিভিন্ন উপদেশ দিয়েছেন।

 মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

খুব, খুব দুঃখের খবর। কালামজির সঙ্গে আমার একটা বিশেষ বন্ধন অনুভব করতাম। তিনি ভারতের সবচেয়ে পছন্দের পুত্র ছিলেন এবং আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। খুব দুঃখের দিন।

পি চিদাম্বরম

পি চিদাম্বরম

সাম্প্রতিক ইতিহাসে হাতে গোনা কয়েকজনই আছেন যারা, প্রবীন-নবীন, ধনি-দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত,, এমনকী ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভাষীদের কাছে সমান আদরনীয় ছিলেন।

লালু প্রসাদ

লালু প্রসাদ

তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, কালাম একজন জনপ্রিয় ও পণ্ডিত বিজ্ঞানী ছিলেন। রাষ্ট্রপতি হয়েও তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন কথা বলেন, তাঁর দেখভালে ভারতের প্রতিরক্ষা ব্য়বস্থা একটা বিশাল জোর পেয়েছিল।

English summary
India pays tribute to Kalam: Who said what
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X