For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা! পাকিস্তানকে শর্ত দিল ভারত

দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের পর পাকিস্তানকে এমনটাই জানিয়েদিল ভারত।

  • |
Google Oneindia Bengali News

দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের পর পাকিস্তানকে এমনটাই জানিয়েদিল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসে। চিন ও পাকিস্তানের অনুরোধে হওয়া বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তি পুরোপুরি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এতে বাইরের কোনও দেশের কিছু করার নেই।

দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা! পাকিস্তানকে শর্ত দিল ভারত

পাকিস্তানের নাম না করে সৈয়দ আকবরউদ্দিন বলেন, কাশ্মীর নিয়ে সামান্য কারণে হৈ-চৈ করার চেষ্টা করছে কেউ কেউ, কিন্তু সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আলোচনা শুরু করতে গেলে সন্ত্রাস বন্ধ করতে হবে।

বৈঠকের পর পাকিস্তান ও চিনের প্রতিনিধির সাংবাদিক সম্মেলনের বিষয় নিয়ে সমালোচনা করেন ভারতের প্রতিনিধি। তিনি বলেন, প্রথমবারের মতো ভারত লক্ষ্য করেছে, চিন ও পাকিস্তান নিজেদের মতকেই আন্তর্জাতিক মহলের মত বলে চালাতে চাইছে। তিনি বলেন, ভারত আস্তে আস্তে কাশ্মীরের সমস্ত বাধা সরিয়ে দেবে। তিনি আরও বলেন, কাশ্মীরে শান্তির ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ ভারত। এসম্পর্কে যাবতীয় চুক্তিও মেনে চলা হবে।

পাকিস্তানের কড়া সমালোচনা করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি বলেন, জিহাদ শব্দ ব্যবহার করে ভারতে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেদেশের নেতারা এই কাজে যুক্ত।

এর আগে সাংবাদিক বৈঠক করেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষদের কথা শোনা হয়েছে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। তারা একা নয়। তাদের সব ধরনমনের কথাই শোনা হয়েছে এই বৈঠকে। বলেছেন পাকিস্তানের প্রতিনিধি। তিনি বলেন, কাশ্মীর আন্তর্জাতিক স্বীকৃত বিতর্ক বলেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

বৈঠকে অংশ নেয়নি ভারতে ও পাকিস্তান। বৈঠকে ছিল রাষ্ট্রসংঘের স্থায়ী ৫ টি দেশ এবং অস্থায়ী ১০ টি দেশের প্রতিনিধিরা।

English summary
India on Friday told Pakistan that it has to stop terrorism to start talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X