হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত
হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর ভারতের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার একটি টুইট বার্তায় একথা জানান কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী সদানন্দ গৌড়া। এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধকেই সম্ভাব্য "গেম চেঞ্জার" হিসাবে অভিহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

ওই টুইট বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া লেখেন, "ফার্মাসিউটিক্যালস বিভাগ বর্তমানে হাইড্রোক্সিলোরোকুইন রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ফর্মুলেশনেরও অনুমোদন দিয়েছে।” যদিও বিশেষ কিছু সংস্থা ছাড়া এখনও সমস্ত উৎপাদনকারীদেরই তাদের উৎপাদনের ২০ শতাংশ দেশীয় বাজারে সরবরাহ করতে হবে বলেও মন্ত্রী জানান।
ইতিমধ্যে বিশ্বজুড়ে জেনেরিক ওষুধের শীর্ষ স্থানীয় রফতানিকারক দেশ হিসাবে সুখ্যাতি রয়েছে ভারতের। কিন্তু করোনা সঙ্কটের শুরু অর্থাৎ মার্চ থেকেই সাপ্লাই চেন অনিয়মিত হয়ে পড়ায় এই ওষুধের রফতানি ও ফর্মুলেশনের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ট্রাম্পের অনুরোধের পর এপ্রিল মাসে এই নিষেধাজ্ঞা খানিক শিথিল করে ভারত। ভারত থেকে ওই মাসে প্রায় ৫ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠাতে দেখা যায়। যদিও পরবর্তীকালে একাধিক গবেষণাতেই দেখা গেছে করোনা চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাপ ফেলতে পারেনি এই ওষুধ। উপকারের বদলে ক্ষতিই বরং বেশি হয়েছে বলে গবেষকেরা দাবি করেন।

৬ বছর পর মনে পড়েছে বাংলাকে! মোদীকে আক্রমণ সোমেন মিত্রের