For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে নতুন আশা দেখাচ্ছে ভারত, ৭৬ দেশে পাঠানো হল ৬ কোটি টিকা

  • |
Google Oneindia Bengali News

ফের গোটা দেশজুড়ে চোখ রাঙাচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যাও তৈরি করছে নিত্য নতুন রেকর্ড। ইতিমধ্যেই দুমাসেরও বেশি সময় ধরে চলছে করোনা টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশের পাশাপাশি এখনও পর্যন্ত গোটা বিশ্বের ৭৬টি দেশে পাঠানো হয়েছে করোনা টিকা। পাঠানো হয়েছে ৬ কোটি করোনা টিকা। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

৭৬ দেশে ৬ কোটি করোনা টিকা পাঠিয়েছে ভারত

অন্যদিকে এদিন গোটা টিকাকরণ প্রক্রিয়াকে 'জন আন্দোলনে’ পরিণত করারও ডাক দিতে দেখা যায় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে প্রথম পর্বের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। টিকা দেওয়া হয় স্বাস্থ্যকর্মী সহ প্রথমসারির সমস্ত করোনা যোদ্ধাদের। পরবর্তী ১ মার্চ থেকে মূল ষাটোর্ধ নাগরিকদের জন্য গোটা দেশে শুরু হয় দ্বিতীয় পর্বের টিকাকরণ। যদিও দুই ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া, রেজিস্ট্রেশনের সমস্যা সহ একাধিক কারণে টিকাকরণের লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারেনি কেন্দ্র।

অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকাদান না করতে পারার কারণে ইতিমধ্যেই রাজ্যগুলিতে পাঠানো প্রায় ২৩ লক্ষেরও বেশি টিকা ডোজ নষ্ট হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত গোটা দেশে ৪.৫ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন চন্ডীগড়ের ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজিতে (সিএসআইআর-আইএমটিইচ) মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিপির সর্বভারতীয় সভাপতির ডাক সাড়া দিয়ে দেশব্যাপী টিকাকরণ প্রক্রিয়াকে জন আন্দোলনে পরিণত করারও ডাক দেন তিনি।

English summary
Union Health Minister said that India has sent 60 million corona vaccines to 76 countries in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X