For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বুকে সন্ত্রাস-কে বন্ধ করতে আক্রমণ শুরু ভারতের, মুখ পুড়তে চলেছে ইসলামাবাদের

পাকিস্তানের বিরুদ্ধে এবার পুরোদস্তুর অ্যাকশনে নেমে পড়ল ভারত। শুক্রবার থেকেই খেলার ছকটা তৈরি করে ফেলেছিল নয়াদিল্লি। শনিবার থেকেই সেই ছক অনুযায়ী খেলা শুরু হয়ে গেল।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে এবার পুরোদস্তুর অ্যাকশনে নেমে পড়ল ভারত। শুক্রবার থেকেই খেলার ছকটা তৈরি করে ফেলেছিল নয়াদিল্লি। শনিবার থেকেই সেই ছক অনুযায়ী খেলা শুরু হয়ে গেল। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ব্যাটিং-পিচের অবস্থাটা শুক্রবার বুঝে নিয়েছিল। তাই আর দেরি নয়। বিদেশমন্ত্রক থেকে সদর্থক বার্তা পেতেই শনিবার দুপুরে রাজনাথ এক উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন।

৪৯ শহিদ জওয়ানের রক্তের বদলা নিতে তৈরি ভারত

এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর প্রধান অনিল দাসমানা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা, আইবি-র ডেপুটি ডিরেক্টর রাজীব জৈন। রাজনাথ সিং-এর বাসভবনে এই বৈঠক একদম বন্ধ দরজার ভিতরে হয়।

সুত্রে দাবি করা হয়েছে, এই বৈঠকে একটি শক্তিশালী ডসিয়ার বানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই ডসিয়ারে পুলওয়ামা জঙ্গি হামলার পুঙ্খনাপুঙ্খ তথ্য থেকে শুরু করে এই হামলায় কোথায় কীভাবে পাক-যোগা পাওয়া যাচ্ছে তার বিস্তারিত তথ্য প্রমাণ-সহ তুলে ধরতে হবে। এখানেই শেষ নয়, জইশ-ই-মহম্মদ কীভাবে পাকিস্তান সরকারের চোখের সামনে সন্ত্রাসের খেলা চালিয়ে যাচ্ছে এবং কীভাবে সন্ত্রাসের জন্য জইশ-ই-মহম্মদ-এর কাছে অর্থ পৌঁচ্ছছে তাঁর সমস্ত প্রমাণ এই ডসিয়ারে দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং।

৪৯ শহিদ জওয়ানের রক্তের বদলা নিতে তৈরি ভারত

এই ডসিয়ারটি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর হাতে তুলে দেবে ভারত। এফএটিএফ হল বিশ্বের বেশকিছু দেশের মধ্যে সম্পর্কযুক্ত একটি সংস্থা। যার কাজ হল বিশ্বজুড়ে চলা সন্ত্রাসবাদীদের কাছে বিভিন্ন সূত্রে থেকে যাওয়া অর্থকে আটকে দেওয়া।

সামনের সপ্তাহেই প্যারিসে এফএটিএফ-এর সদর দফতরে বৈঠক। সেই বৈঠকে যাতে এই ডসিয়ারটি তুলে দেওয়া যায় তার জন্য দ্রুত এর কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন। এই ডসিয়ারে পুলওয়ামা জঙ্গি হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের হ্যান্ডেলারের নামও উল্লখে করতে বলা হয়েছে। ভারতের উদ্দেশ-ই হল এই ডসিয়ারের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস-এর সম্পর্কটাকে প্রতিষ্ঠা করে দেখানো। জইশ-এর প্রধান মৌলানা মাসুদ আজাহার কীভাবে অর্থ সংগ্রহ করছে তাও তুলে ধরতে বলা হয়েছে।

পুলওয়ামা জঙ্গি হামলার পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে তিন ধাপে আন্তর্জাতিকস্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে হবে। শুক্রবার এই পরিকল্পনা-র পরই ২৫ দেশের প্রতিনিধি-কে ডেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক তথা-প্রমাণ পেশ করেন বিদেশ সচিব বিজয় গোখলে। বৈঠক শেষে অধিকাংশ দেশই সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের অবস্থানকে সমর্থন করেন।

English summary
Central Home minister Rajnath Singh has met top Spy chief to IB Head, NSA Ajit Doval in his residence on Saturday. In a high level close door meeting it has decided to make a powerful dossier on Pulwama Terror Attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X