For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১.০৯ কোটি, কোভিড টিকাকরণে ফের রেকর্ড গড়ল ভারত, দেশে ৫০ কোটি ভারতীয় নিয়েছে প্রথম ডোজ

১.০৯ কোটি, কোভিড টিকাকরণে ফের রেকর্ড গড়ল ভারত, দেশে ৫০ কোটি ভারতীয় নিয়েছে প্রথম ডোজ

Google Oneindia Bengali News

গত সপ্তাহে দেশে এক কোটি টিকাকরণের রেকর্ড গড়ার পর মঙ্গলবার ভারত ফের নতুন রেকর্ড গড়ল। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১.‌০৯ কোটি টিকাকরণ হয়েছে দেশে। প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট ভারতে প্রায় ১,০৮,৯৯,৬৯৯ কোটি ডোজ ব্যবহার হয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে।

মঙ্গলবার এক কোটির ওপর টিকাকরণ

মঙ্গলবার এক কোটির ওপর টিকাকরণ

তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকাকরণ হয়েছে দেশে ১,০৮,৮৩,৯৬৩ এবং সরকারি কর্মকর্তাদের পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছিল যে দিনের শেষে তা ১.‌৩ কোটি অতিক্রম করে ফেলবে। সরকারি এক কর্মকর্তা বলেন, '‌নতুন রেকর্ড গড়ার পথে এগোচ্ছে ভারত।' এদিন টিকাকরণের এই পরিসংখ্যান দেখেই টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, '‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের বিশ্বের টিকাকরণের প্রক্রিয়ায় একটা মাইলফলক গড়ল ভারত। এতদিনে সবমিলিয়ে ৫০ কোটি ভারতবাসী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পেরেছেন। স্বাস্থ্যকর্মী ও দেশবাসীর ইচ্ছাশক্তিকে এর জন্য কুর্নিশ জানাই।'‌

এটা নিয়ে ভারতে গোটা অগাস্ট মাস জুড়ে ১৮ কোটি ডোজ ব্যবহৃত হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ এবং জুলাইয়ের ১৩.‌৪৫ কোটি ডোজ থেকে ৩৩ শতাংশ লাফিয়ে বেড়েছে অগাস্ট মাসে। ‌৩১ অগাস্ট পর্যন্ত ভারতে প্রথম ডোজ নিয়েছে ৫০ কোটির বেশিজন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১৫ কোটির বেশি। মোট টিকাকরণ হয়েছে ৬৫ কোটির বেশি।

 লক্ষ্যমাত্রা অক্টোবর

লক্ষ্যমাত্রা অক্টোবর

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিকের অক্টোবরের মধ্যে প্রথম ডোজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার এবং একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সেপ্টেম্বরের মধ্যেই প্রথম ডোজ সম্পূর্ণ করবে।

 কোন রাজ্যে কত টিকাকরণ

কোন রাজ্যে কত টিকাকরণ

৩১ অগাস্টের তালিকায় শীর্ষে রয়েছে বিহার, এখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ লক্ষ ডোজ ব্যবহৃত হয়েছে। এর আগে এই রাজ্যে দৈনিক ১০ লক্ষ করে টিকাকরণ হত। বিহারের পরে রয়েছে উত্তরপ্রদেশ, এখানে ১২ লক্ষ ডোজ ব্যবহত হয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ সহ সাতটি রাজ্যে প্রতিটিতে ৫ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। মঙ্গলবার প্রায় ৭৭ হাজার টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার কাজ চলেছে।

শুক্রবার রেকর্ড টিকাকরণ

শুক্রবার রেকর্ড টিকাকরণ

প্রসঙ্গত, শুক্রবার এমনই রেকর্ড টিকাকরণের সাক্ষী থেকেছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য করোনা টিকাকরণে এই রেকর্ডের কথা টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও স্তিমিত হয়নি বলে বৃহস্পতিবারই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্র। তার মধ্যে চিন্তা বাড়াচ্ছে আগামী দু'মাসের উৎসবের মরসুম। সংক্রমণ মোকাবিলায় কোভিড-বিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণে জোর দিতে চাইছে সরকার। আর সেক্ষেত্রে শুক্রবারের এই রেকর্ড বড়সড় একটা সাফল্য। তারওপর মঙ্গলবারের এই রেকর্ড দেশকে করোনা লড়াইতে আরও একধাপ এগিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। এনিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, 'রেকর্ড টিকাকরণ আজ। এক কোটি ছুঁল। স্মরণীয় দিন। যাঁরা টিকা নিচ্ছেন তাঁদেরকেও শুভেচ্ছা। যাঁরা এই টিকাকরণকে সফলতার জায়গায় নিয়ে গিয়েছেন তাঁদেরকেও প্রশংসা করছি। '

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

পশ্চিমবাংলায় কোভিডের ভ্যাকসিন কার্যত কেলেঙ্কারি হচ্ছে : সুজন চক্রবর্তী | Oneindia Bengali

English summary
india is again setting a record in covid vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X