For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের হাতে এল আইএনএস বিক্রমাদিত্য

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আইএনএস বিক্রমাদিত্য
নয়াদিল্লি, ১৭ নভেম্বর: নির্দিষ্ট সময়ের অন্তত পাঁচ বছর পর ভারতের হাতে এল বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। এর ফলে, এ দেশের নৌসেনার হাতে মোট বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির উপস্থিতিতে রাশিয়ার সেভমাশ জাহাজঘাটায় আইএনএস বিক্রমাদিত্যকে ভারতের হাতে তুলে দেন সে-দেশের উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন।

এতদিন ভারতের হাতে ছিল একটিই বিমানবাহী রণতরী। আইএনএস বিরাট। বয়সের ভারে ন্যুব্জ এই জাহাজটি একা দেশকে নিরাপত্তা দিতে পারবে না, এই বোধ থেকেই দ্বিতীয় বিমানবাহী রণতরী হাতে পাওয়ার উদ্যোগ নেওয়া হয়। যদিও এই যুদ্ধজাহাজটি ২০০৮ সালে হাতে পাওয়ার কথা থাকলেও নানা কারণে বিলম্বিত হয়েছে। প্রাথমিকভাবে এই প্রকল্পে খরচ ধরা হয়েছিল ১৫০ কোটি ডলার। কিন্তু, বিলম্বের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ কোটি ডলার। মূলত মিগ-২৯-কে যুদ্ধবিমানগুলি এর ডেক থেকে ওঠানামা করবে। হস্তান্তর পর্ব সম্পন্ন হওয়ার পরই আইএনএস বিক্রমাদিত্যকে পাহারা দিয়ে এ দেশে নিয়ে আসছে নৌসেনার কয়েকটি যুদ্ধজাহাজ। কর্নাটকের কারওয়ার নৌঘাঁটিতে রাখা থাকবে জাহাজটি। ভারতের তৃতীয় বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত এখন তৈরি হচ্ছে কোচিন শিপইয়ার্ডে। ২০১৮ সালে তা হাতে পাবে নৌসেনা। এর ফলে ভারতের সামুদ্রিক নিরাপত্তা জোরদার হবে বলে আশা।

English summary
India gets INS Vikramadity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X