For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম করোনা সংক্রমণের ১ বছর পর মৃত্যুতে ভারত বিশ্বে চতুর্থ! সংক্রমণে সপ্তম আর মৃত্যুতে চতুর্থ বাংলা

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৭, ৩৩, ১৩১ -তে। মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৪, ১৪৭-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। স

  • |
Google Oneindia Bengali News

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৭, ৩৩, ১৩১ -তে। মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৪, ১৪৭-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০৪, ০৯, ১৬০ জন।

দিল্লি বিস্ফোরণে সিসিটিভি ফুটেজে ২ সন্দেহভাজন, ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ! প্রকাশ্যে সন্দেহজনক চিঠিদিল্লি বিস্ফোরণে সিসিটিভি ফুটেজে ২ সন্দেহভাজন, ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ! প্রকাশ্যে সন্দেহজনক চিঠি

ভারতে আক্রান্ত ১,০৭, ৩৩, ১৩১

ভারতে আক্রান্ত ১,০৭, ৩৩, ১৩১

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৭, ৩৩, ১৩১। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩, ০৮৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১,৬৯, ৮২৪।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৪, ০৯, ১৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪, ৮০৮ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৯৮ %-এ। মৃত্যুর হার ১.৪৪%।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, সপ্তম স্থানে বাংলা

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, সপ্তম স্থানে বাংলা

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৬,২৬৮ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭২, ২৪২। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,৭০৫ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,৭৭১। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২,৬১৩ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৫০৯ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের, সুস্থ হয়েছেন ৫৩১ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬০৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে ছত্তিশগড়। ৩৭০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়েছেন ৪৫৫ জন। ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাত । ৩৩৫ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪৬৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সপ্তম স্থানে রয়েছে বাংলা। সেখানে ২৮৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৪৯ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। অষ্টমস্থানে রয়েছে পঞ্জাব। আক্রান্তের সংখ্যা ২৫৪ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে, কেরল রয়েছে দ্বিতীয়স্থান, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব ও বাংলা। পঞ্চমস্থানে রয়েছে দিল্লি ও তামিলনাড়ু।

২৪ ঘন্টায় ৭, ৫৬, ৩২৯ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৭, ৫৬, ৩২৯ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৭, ৫৬, ৩২৯ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ১৯৫, ৮৩৭, ৪০৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে সারা দেশে, জানিয়েছে আইসিএমআর।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০২, ৬৩৫, ১৭২ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ২১৬, ৪১৮ জনের। সুস্থ হয়েছেন ৭৪, ৩২৯, ২৭৫ জন। দেশে প্রথম করোনা সংক্রমণের একবছর পরে বিশ্বে মৃত্যুতে ভারত রয়েছে চতুর্থস্থানে। ভারতের আগে রয়েছে, আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো।

English summary
India coronavirus tally for thirtyth january, welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X